দীর্ঘদিন ধরেই কনুইয়ের ইনজুরিতে ভুগছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরি থেকে সুস্থ হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৫তম আসরের আগেই মাঠে ফেরার আশা করছেন কিউই সাবেক অধিনায়ক উইলিয়ামসন।
দীর্ঘ দিনের এই ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না উইলিয়ামসন।
একই কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে পারবেন না উইলিয়ামসন।
কনুইয়ের ইনজুরি সমস্যা থাকার পরও অস্ত্রোপচার না করানোরই সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন। তবে আইপিএলের ১৫তম আসর শুরুর আগেই মাঠে ফেরার বিষয়ে আশাবাদী তিনি।
উইলিয়ামসন বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং সানরাইজার্স, উভয় পক্ষই আমার এই ইনজুরির বিষয়ে অবগত এবং এই নিয়ে তাদের সাথে কথাও হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মোটামুটি ঠিকঠাকই চলছে সব। এখনও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু হতে অনেকটা সময় রয়েছে। ইনজুরি থেকে সুস্থ হবার নির্ধারিত কোন সময় নেই। তবে আমি আশাবাদী দ্রুতই আমি ইনজুরি থেকে মাঠে ফিরবো।’
ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘গত আইপিএলে কনুইয়ের ইনজুরির কারণেই প্রথম থেকে খেলতে পারিনি। তবে এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দারুণ সমর্থন পেয়েছিলাম। ধীরে ধীরে ইনজুরি সারছে। টি-টোয়েন্টি ফরম্যাটে এই চোট আঘাত সামলানোটা একটু সহজ। তবে সময়ের সাথে-সাথেই এই বিষয়ে আরও ভাল ধারণা হবে।’
চলতি বছরের মার্চ-এপ্রিল নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ঐ সিরিজ দিয়ে না ফিরতে পারলেও, এপ্রিলে আইপিএলই মূল লক্ষ্য করেছেন উইলিয়ামসন।
আইপিএলের ১৫তম আসরের জন্য উইলিয়ামসনকে নিলামে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। ১৪ কোটি রুপিতে তাকে নিলামের আগেই দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]