ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টন ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলাম চলাচালে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন নিলাম পরিচালনাকারী হিউ এডমিডস। শনিবার (১২ ফেব্রুয়ারি) নিলামের প্রথম দিনে এমন ঘটনা ঘটেছে।
ঘটনাত্র সূত্রাপাত মার্কি ক্রিকেটারদের নিলামের পরের ধাপে। তখন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম তোলা হয় নিলামে।। তাকে নিয়ে জোর কাড়াকাড়ি চলছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে।
হাসারাঙ্গার দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল ১০ কোটি ৭৫ লাখ রুপিতে। এমন সময় ঘটে যায় এই অপ্রত্যাশিত ঘটনা। হুট করেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান হিউ এডমিডস। আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে যায় সবাই।
পরিস্থিতি বেগতিক দেখে মধ্যাহ্ন বিরতির ঘোষণা দিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ। অবশ্য ভারতের একটি পত্রিকাকে ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেছেন, কিছুক্ষণের মধ্যেই আবারও নিলাম শুরু হবে।
ভারতের আরেকটি শীর্ষস্থানীয় পত্রিকা জানিয়েছে, এডমিডস বর্তমানে সুস্থ আছেন। তবে কিছুটা ঘাবড়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আবার শুরু হবে নিলাম ।
নিলাম পরিচালনায় প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতা এডমিডসের। এ পর্যন্ত প্রায় আড়াই হাজার নিলাম পরিচালনা করেছেন তিনি। এর আগে আইপিএলে দুইবার নিলাম পরিচালনা করেন ৬০ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]