করোনায় খুব কঠিন অবস্থায় পড়েছিলাম : শ্রেয়াস আইয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
করোনায় খুব কঠিন অবস্থায় পড়েছিলাম : শ্রেয়াস আইয়ার

ভারতের উদীয়মান তারকাদের মধ্যে শ্রেয়াস আইয়ারকে আগামীর কান্ডারী হিসাবেই ধরা হয়। আবারও সেটার প্রমান দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। অথচ গত দুই মাস জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন এই তারকা।

করোনার কারণে সব শেষ দুই মাস নিয়মের মধ্যে ছিলেন ছিলেন আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে সে সময়ের কথা বর্ননা করতে গিয়ে আইয়ার বলেন,’বিশ্বাস করেন, করোনার কারণে সর্বশেষ দুই মাস জীবন আমার জন্য এতো কঠিন ছিল! কিন্তু আজকের এই দিন সেসব দিনগুলোকে ভুলিয়ে দিলো।’

কঠিন সময়ের কথা বলার পাশাপাশি নিজের ব্যাটিং পজিশন নিয়েও কথা বলছেন আইয়ার। তিনি বলেন, ‘আমি সব জায়গায় ব্যাট করতে স্বাছন্দ্য বোধ করি কিন্তু আমার জন্য চার নাম্বারই সেরা পজিশন।’

চাপ সামলে ব্যাটিং করাটা উপভোগ করেন আইয়ার। সেটাও জানিয়ে রাখলেন। তিনি বলেন, ‘আজকের মতো চাপটা উড়িয়ে দিতে পারলে আমি ব্যাটিংটা উপভোগ করি। যখন আমি আজকের পরিস্থিতির মতো অবস্থায় যাই। তখন আমি নতুন বলে খেলতে পারি। এর জন্য আপনার সেরা কৌশল দরকার হবে।’

এই ব্যাটার আরও বলেন, ‘এমন অবস্থায় থেকে আপনাকে আগে সেট হতে হবে। তারপর খেলতে হবে। এটা কিন্তু মোটেও সহজ নয়। আপনি যদি আপনার স্কিলের দিকে মনোযোগ দেন তবে খুব সহজ।’

ওয়ানডের পর বাকি রয়েছে বিশ ওভারের সিরিজ। আগামী ১৬ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :