ইনজুরিতে রাহুল-অক্ষর, নেই টি-টোয়েন্টি সিরিজে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
ইনজুরিতে রাহুল-অক্ষর, নেই টি-টোয়েন্টি সিরিজে

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে ভারতীয় দল। স্কোয়াড থেকে বাদ পড়েছেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল এবং স্পিনার অক্ষর প্যাটেল। মূলত ইনজুরির কারণে বাদ পড়েছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে করোনা আক্রান্ত হন অক্ষর প্যাটেল। করোনামুক্ত হলেও এখনও মাঠে ফেরার মতো ফিটনেস না পাওয়ায় ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারেননি। একই কারণে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন লোকেশ রাহুল। এ কারণেই টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন।

শুক্রবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। জানিয়েছেন, নিজেদের ফিরে পাওয়ার জন্য ব্যাঙ্গালুরুর ন্যাশন্যাল ক্রিকেট একাডেমিতে কাজ করবেন তারা।

লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেলের বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড এবং দীপক হুদা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি।

ভারত টি-টোয়েন্টি স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশাণ কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণই, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মো. সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেল, রুতুরাজ গায়কোয়াডড, দীপক হুদা

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সিরিজে না খেলে আইপিএলে যেতে পারবেন প্রোটিয়ারা

বাংলাদেশ সিরিজে না খেলে আইপিএলে যেতে পারবেন প্রোটিয়ারা

শোয়েবকে আরও কয়েক বছর মাঠের খেলায় দেখতে চান সানিয়া মির্জা

শোয়েবকে আরও কয়েক বছর মাঠের খেলায় দেখতে চান সানিয়া মির্জা

আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিনতা

আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিনতা

পঞ্চমবারের মতো ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করতে চায় ভারত

পঞ্চমবারের মতো ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করতে চায় ভারত