দীর্ঘ পাঁচ বছর পর নিজেদের ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দিবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতের মাটিতে বাজবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ডামাডোল। আইপিএলের জন্য বাংলাদেশ সফরের মধ্যেই ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
আইপিএলের নিলামের আগে বোর্ডগুলোর কাছে তাদের ক্রিকেটারদের ব্যস্ততা সম্পর্কে জানতে চেয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেখানেই এ তথ্য জানিয়েছে সিএসএ।
আইপিএলের প্রত্যেক আসরেই উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার আইপিএল খেলেন। এবারও তার ব্যতিক্রম না হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে সিএসএ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেললে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আইপিএলে নিজেদের দলের হয়ে পাচ-ছয়টা করে ম্যাচে না থাকতে পারে। এ কারণেই আইপিএল শুরুর আগে ক্রিকেটারদের ছাড়তে আগ্রহী তারা।
সমস্যাটা তৈরি হয়েছে টেস্ট খেলা ক্রিকেটারদের জন্য। কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, ইমরান তাহিরের মতো ক্রিকেটাররা আইপিএলের শুরু থেকেই আইপিএলে থাকবেন বলে নিশ্চিত করেছে সিএসএ। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোয় তারা আইপিএলের শুরু থেকেই থাকবেন।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অন্যতম ভরসা এনরিখ নর্কে, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, মার্কো জানসেন এবং এইডেন মার্করামের মতো ক্রিকেটারদের জন্যই মূলত আগে আইপিএলের অনাপত্তি পত্র দিয়ে দিবে দক্ষিণ আফ্রিকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]