শোয়েব মালিকের বয়স এখন ৪০। অথচ এই বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন পাকিস্তানের হয়ে। শুধু খেলেই যাচ্ছেন না, দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন নব্বই দশকে ক্যারিয়ার শুরু করা এই পাকিস্তানি তারকা। এমন ফর্ম নিয়ে আরও কয়েক বছর নিশ্চিন্তে ক্রিকেট খেলে যেতে পারবেন শোয়েব। তার স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও চাচ্ছেন আরও কয়েক বছর নিজেকে খেলার মাঠের খেলায় রাখুক শোয়েব।
সানিয়ার এই চাওয়ার কারণ শোয়েবের বর্তমান ফিটনেস। সানিয়া বলেন, ‘শোয়েব ব্যতিক্রমী এবং অনেক আশীর্বাদপ্রাপ্ত। ও ফিট থাকার জন্য সত্যিই খুব কঠোর পরিশ্রম করে। একটি স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলে। এটা খুব ভাল উদাহরণ। আমার মতে সে অবশ্যই খেলে যেতে পারবে। আমি তাকে এটাও বলেছি যে, মানসিকভাবে সব সামলে নিতে পারলে তুমি আরও দুই বছর খেলো।’
খেলাধুলা ছাড়ার পর নিজেদের ভবিষ্যৎ নিয়েও কথা বলছেন সানিয়া। ব্যবসা বা শোয়েব মালিকের সাথে শোবিজে আসার পরিকল্পনা রয়েছে তার। সানিয়া বলেন, ‘আমরা আমাদের সুগন্ধি (পারফিউমের ব্যবসা) নিয়ে আসার ব্যাপারটা উপভোগ করছি। এটা আমাদের দুজনের জন্য ভিন্ন কিছু ছিল। আমরা অন্য ব্যবসায়ের কথাও চিন্তা করছি এবং অনন্যা জায়গায়ও ছড়িয়ে দেয়ার কথাও ভাবছি।’
টেনিসের খেলোয়াড় হলেও ক্রিকেটও খুব ভালোবাসেন সানিয়া। এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে স্বামীর দল ছাড়াও পেশোয়ার জালমি ও করাচিকে সমর্থন দিচ্ছেন ভারতীয় টেনিস তারকা। সানিয়া বলেন, ‘পেশোয়ার জালমি ছাড়াও, আমি মনে করি আমি করাচি কিংসকে সবচেয়ে বেশি পছন্দ করি। এর কারণ মূলত সালমান ইকবাল ভাই। তিনি আমাদের খুব ভালো একজন বন্ধু।’
একতা মজার ব্যাপারু শেয়ার করেছেন সানিয়া। তা হলো পাকিস্তান দলে তার প্রিয় খেলোয়াড়দের তালিকায় নেই স্বামী শোয়েব মালিক। এউ জায়গাটা দখল করে আছেন ইমাম-উল-হক এবং ওয়াহাব রিয়াজ।
পেশাদারি জীবন নিয়ে একে অন্যের সাথে পরামর্শ করেন সানিয়া-শোয়েব। তবে সিদ্ধান্তে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকেন। সানিয়ার ভাষ্যমতে, ‘আমরা একে অপরের সিদ্ধান্তকে মূল্য দিই এবং সমর্থন করি। আমরা অনেক বছর ধরে খেলছি। সে সবসময় আমাকে সমর্থন করে আসছে। আমিও তাকে সমর্থন করি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]