ক্রিকেট বিশ্বে রশিদ খান নামটা এখন খুবই পরিচিত। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে উঠ এসে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই লেগস্পিনার। বলতে গেলে একা হাতেই আফগানিস্তানকে তুলে এনেছেন সেরাদের কাতারে। ছোটকাল থেকেই সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিফিকে আইডল মেনে বড় হয়েছেন রশিদ। এবার জানালেন, সুযোগ পেলে আফ্রিদির সাথে নেট সেশন করে নিজেকে ঝালিয়ে নিতে চান তিনি।
খেলাধুলা বিষয়ক পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন রশিদ। সেখানেই খোলামেলা বলেছেন সব। ছোট থেকেই শহিদ আফ্রিদিকে অনুসরণ করতেন তিনি। আরেকজন হলেন ভারতের অনিল কুম্বলে।
এই দু’জনকে দেখে অনেক কিছু শিখেছেন এই লেগস্পিয়ার। এখনো সময় পেলে দু’জনের খেলার হাইলাইটসগুলো দেখেন বলের জানিয়েছেন সময়ের সেরা এই লেগস্পিনার।
বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে খেলেছেন রশিদ। এবারের আসরে খেলার কথা ছিল পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদিরও। কিন্তু করোনা আক্রান্তের কারণে সেটা আর সম্ভব হয়নি। আফ্রিদির সাথে দেখা করতে চেয়েও তাই আশাহত হতে হয়েছে এই আফগান লেগস্পিনারকে।
রশিদ বলেন, ‘আমি শহিদ আফ্রিদি এবং অনিল কুম্বলের বোলিং দেখতে পছন্দ করতাম। এখনও যখনই সময় পাই, আমি তাদের ভিডিও ইউটিউবে দেখি। এইবার তার (আফ্রিদি) সাথে দেখা করার ইচ্ছা ছিল। তবে দেখা করতে পারিনি কারণ তিনি করোনা পজিটিভ হয়েছেন।’
এবার দেখা না হলেও পরবর্তীতে আফ্রিদির সাথে ছোট্ট একটা ট্রেনিং সেশন করতে চান রশিদ। যাতে আফ্রিদির কাছ থেকে কিছু শিখতে পারেন। তিনি বলেন, ‘আমি একটি প্রশিক্ষণ সেশনে তার সাথে দেখা করতে চাই। এটা মূলত তার কাছে কিছু শিখতে এবং প্রযুক্তিগত বিষয় সম্পর্কে কথা বলতে। আমি তার সাথে আগে কখনো এই ধরণের সেশন করিনি। সম্ভব হলে আমি এই বছরই এটা করতে চাই।’
সাক্ষাৎকারে রশিদ খান পিএসএলকে বিশ্বের শীর্ষ তিনটি ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে একটি হিসাবেও স্থান দিয়েছেন। এবার তিনি প্রথমবারের মতো শাহীন শাহ আফ্রিদির অধিনায়কত্বে লাহোর কালান্দার্সে খেলছেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]