বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরপরই ঘরের মাঠে আফগানিস্তানকে আতিথ্য দিবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে বাংলাদেশের মাটিতে কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানিস্তান দল। আফগানদের এ কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন না দলটির অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার রশিদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলায় মনোযোগ দিতেই থাকছেন না তিনি।
পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রশিদ খান। লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় দলের ক্যাম্পে থাকবেন না রশিদ। বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে রশিদ খানের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ফাওয়াদ আহমেদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। সেখানেই জানানো হয়েছে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রাঞ্চাইজিটির সাথে থাকবেন রশিদ।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে আফগানদের বাংলাদেশ সফর। এ ম্যাচের আগেই দলের সাথে যোগ দিবেন রশিদ খান।
এদিকে বাংলাদেশ সফরকে সামনে রেখে শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় পা রাখবে আফগানিস্তান দল। ঢাকায় এসে সরাসরি সিলেটে চলে যাবে দল। সেখানেই অনুশীলন ক্যাম্প করবে তারা।
রশিদ খান ছাড়াও পিএসএলে খেলছেন মোহাম্মদ নবী, হয়রতউল্লাহ জাজাই এবং রহমানুল্লাহ গুরবাজের মতো ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। যদিও এখনও বিষয়টি এখনও নিশ্চিত করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]