জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত কোচ হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। কোচ হিসাবে ম্যাকডোনাল্ড কেমন? উত্তরটা দিলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ম্যাকডোনাল্ডকে শান্ত চরিত্রের বলে প্রশংসা করেছেন তিনি।
ম্যাকডোনাল্ডের সাথে মেলবোর্ন রেনেগেডস এবং ভিক্টোরিয়ায় কাজ করেছেন ফিঞ্চ। তাই তিনি ভাল করেই জানেন কোচ ম্যাকডোনাল্ড কেমন। ফিঞ্চ বলেন, ‘ফলাফল যেমনই হোক, তিনি কখনো খেলোয়াড়দের উপর বিরক্ত হন না। তার দৃষ্টিভঙ্গি খুবই শান্তশিষ্ট। খেলোয়াড়রা তাকে অনেক সম্মান করে।’
অজি দলনেতা আরও বলেন, ‘আমি তার সাথে দীর্ঘ সময় ধরে কাজ করেছি। আমি জানি সে তার কাজে খুব ভালো। আরেকটা কথা, এতোদিন যা কিছু হয়ে গেছে, খেলোয়াড়রা এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। আমরা আমাদের মতামত দেই। তাতে ফিরতি জবাব আসে। এই আর কি।’
সেই সাথে নতুন কোচের দায়িত্ব নিয়েও কথা বলছেন ফিঞ্চ। আগামী মাসে নির্ধারণ হতে পারে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচের পদ। ফিঞ্চ মনে করেন যেই আসুক, তার প্রথম কাজই হবে ঘরের মাটিতে শিরোপা ধরে রাখার জন্য প্রস্তুতি নেয়া।
অজি অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপ জেতার পরে বেশ কিছুটা চাপ রয়েছে আমাদের উপর। এটা প্রত্যাশা বাড়াবে। সম্প্রতিক সময়ে আমরা ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি। বিশেষ করে আমরা সংযুক্ত আরব আমিরাতে শিরোপা জিতেছি। আপনি যখন অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন, তখন প্রতিটি সিরিজ এবং টুর্নামেন্টে চাপ থাকবেই।’
২০১৮ সালে টালমাটাল অবস্থায় দায়িত্ব নিয়ে দলকে বদলে দেয়ার জন্য সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ব্যাটার। তিনি বলেন, ‘আমরা সত্যিই চার বছর আগের থেকে আলাদা জায়গায় আছি। ল্যাঙ্গার চার বছর ধরে অবাক করার মতো কাজ করেছে। আমরা তাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারিনি। সে আমার জন্য অনেক পরিমাণ কাজ করেছে। সে অসাধারণ একজন নেতা ও দারুণ একজন ব্যক্তি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]