আরও শক্তিশালী হয়ে ফিরতে চান হাসনাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
আরও শক্তিশালী হয়ে ফিরতে চান হাসনাইন

ক্রিকেটে আগমনেই গতির ঝড় তুলে হইচই ফেলে দিয়েছিলেন পাকিস্তানের উদীয়মান ফাস্ট বোলার মোহাম্মদ হাসনাইন। তবে সেই হইচই চুপসে যেতে সময় লাগলো না। অস্ট্রেলিয়ায় তার বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হওয়ার পরে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এখনই হাল ছাড়ছেন না এই তরুণ। ফিরতে চান আরও শক্তিশালী হয়ে।

বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্লাডিয়েটরস ত্যাগ করেছেন হাসনাইন। যেহেতু খেলতেই পারছেন না। তাহলে দলের সাথে থেকে আর লাভ কি? ব্যাপারটা যদিও খুবই দুঃখজনক। তবে নিজেকে শুধরে নতুনরূপে আরও ভয়ঙ্কর হয়ে ফিরতে চান তিনি।

কোয়েটা গ্লাডিয়েটরসের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় হাসনাইন বলেন, ‘আমি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং আমার দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস ছেড়ে যাচ্ছি। আমি আমার সমস্ত দুর্বলতা নিয়ে কাজ করবো। আরও উন্নতি করে ফিরে আসব। আশা করি, আপনারা অন্য এক হাসনাইনকে দেখতে পাবেন।’

হাসনাইনের বিদায় নিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তাদের অফিসিয়াল টুইটারে ভিডিওটির ক্যাপশনে লিখেছে, ‘রাস্তার ক্রিকেট খেলা শুরু করা থেকে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ বোলার হিসাবে হ্যাটট্রিক। সবই একজন গতিতারকার জন্য স্বপ্নীল। এবার তার জন্য সময়টা লড়াইয়ের।’

বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাসনাইনের জন্য একজন বোলিং পরামর্শদাতা নিয়োগ করেছে। যিনি হাসনাইনকে বোলিং অ্যাকশন সংশোধন করতে সাহায্য করবেন। তার অধীনে লাহোর ন্যাশনাল হাই পারফর্ম্যান্স সেন্টারে নিজেকে শুধারনোর কাজ শুরু করবেন হাসনাইন।

বিগব্যাশ লিগে (বিবিএল) সিডনি থান্ডার্সের হয়ে খেলার সময় হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়। সিডনি থান্ডার্সের সাথে ম্যাচে আম্পায়ার জেরার্ড আবুড তার বোলিং রিপোর্ট করেছিলেন।

হাসনাইনকে ফিরে আসতে সাহস যুগিয়ে টুইটারে এক বিবৃতি দিয়েছেন আহমেদ শেহজাদ। তিনি লিখেন, ‘হাল ছেড়ো না হাসনাইন। আমি জানি তুমি আরও শক্তিশালী এবং অধিক গতি নিয়ে ফিরে আসবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বোলিং কোচ শন টেইট

পাকিস্তানের বোলিং কোচ শন টেইট

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের শক্তিশালী টেস্ট স্কোয়াড

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের শক্তিশালী টেস্ট স্কোয়াড

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন

অস্ট্রেলিয়া সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন

অস্ট্রেলিয়া বিশ্বকাপ: মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিট

অস্ট্রেলিয়া বিশ্বকাপ: মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিট