তিন ম্যাচের ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। এ সিরিজে টেস্ট খেলবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট দলে তার থাকার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরাশেনস পরিচালক জালাল ইউনুস।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল টেস্ট থেকে অবসর নিবেন সাকিব আল হাসান। পরে জানা যায়, টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী সাকিব। তবে এখনও বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তিনি। এ কারণেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
এদিকে চলতি বছরের ২৮ মার্চ থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। আইপিএল শুরুর দুই দিন পর থেকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা শুরু করবে বাংলাদেশ দল। এ কারণেই সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কাটা আরও বেড়েছে।
এদিকে শনিবার (১২ ফেব্রুয়ারি) এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এ নিলামের আগে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) দেওয়া চিঠিতে বিসিবি জানিয়েছে চলতি বছরের ৮ মে থেকে ২৩ পর্যন্ত আইপিএলে থাকবেন না সাকিব আল হাসান। এ সময় শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘সাকিব দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবে। টেস্ট খেলার ব্যাপারে ও (সাকিব) এখনও কিছু জানায়নি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার নিশ্চয়তা দিয়েছে।’
এর আগে চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে করেছিল বাংলাদেশ। সে সফরে দুইটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সে সফরেও খেলেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ কারণেই টেস্ট ক্রিকেটে তার ভবিষ্যত নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]