তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড দল। এ সিরিজের ইংলিশ স্কোয়াডে জায়গা পাননি দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। এ সিরিজে জায়গা না পাওয়ায় অনেকেই তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। তবে এ সিরিজে না থাকার পরও তার ক্যারিয়ারের শেষ দেখছেন না ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস।
ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় শীর্ষ দুই স্থানে আছেন জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। তবে বয়সের ভারে আস্তে আস্তে নিজেদের আগের সেই ধার হারিয়ে ফেলছেন এ দুই পেসার। সেই ধার কমাতেই হয়তো জায়গা হারিয়েছেন তারা।
৩৯ বছর বয়সী পেসার জেমস অ্যান্ডারসন ১৬৯ টেস্ট খেলে শিকার করেছেন ৬৪০ উইকেট। অপরদিকে ৩৫ বছর বয়সী ব্রডের শিকার ১৫২ ম্যাচে ৫৩৭ উইকেট।
সর্বশেষ অ্যাশেজের অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের অ্যাশেজ স্কোয়াড থেকে এসেছে আট পরিবর্তন। সেই পরিবর্তনের খড়্গ পড়েছে এই দুই পেসারের উপরও।
অ্যান্ডারসন এবং ব্রড বাদ পড়লেও এখনও তাদের ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছেন না স্ট্রাউস। এ বিষয়ে তিনি বলেন, ‘তারা দল থেকে বাদ পড়েছে বলে তাদের ক্যারিয়ারের শেষ নয়। তবে আমাদের নতুন দলও তৈরি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এতে কোনো সন্দেহ নাই তারা দারুণ অভিজ্ঞতা সম্পন্ন। তারা ইংল্যান্ড ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। তবে তাদের বিষয়টি স্থায়ী ক্রিকেট পরিচালক এবং প্রধান কোচের উপরই নির্ভর করেছে।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তরুণ ক্রিকেটারদের বেছে নেওয়ার বিষয়ে স্ট্রাউস বলেন, ‘দেশের বাইরে টেস্ট ফরম্যাটে ইংল্যান্ড দলকে গড়ে তুলতেই তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন থেকেই দল গড়তে পরিশ্রম করতে হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]