কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন শন টেইট। এরমধ্যেই পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সাবেক অজি পেসার শন টেইট।
এক বছরের চুক্তিতে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন শন টেইট। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে টেইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচের দায়িত্ব পালন করছেন টেইট। যদিও বিপিএল শুরুর আগে বোলিং কোচ হিসেবে এসেছিলেন তিনি। টুর্নামেন্ট চলাকালীন চট্টগ্রামের কোচ পল নিক্সন ফিরে যাওয়ায় হেড কোচের দায়িত্ব নিয়েছেন টেইট।
বিপিএল ছাড়াও আফগানিস্তান জাতীয় দল এবং আবুধাবি টি-টেন লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।
এদিকে, কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে, বাংলাদেশ দলের বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন টেইট এবং চামিন্দা ভাস। তবে জানা গেছে, টেইটকে কোনো ধরনের প্রস্তাবই দেয়নি বিসিবি।
পেস বোলিং কোচ ছাড়াও ব্যাটিং কোচও নিয়োগ দিয়েছে পিসিবি। পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ। ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজি দিয়েই পাকিস্তানের দলের সাথে কাজ শুরু করবেন তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]