অস্ট্রেলিয়ার হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জ্যাস্টিন ল্যাঙ্গার। এরপর থেকেই অস্ট্রেলিয়া জুড়ে চলছে একের পর এক সমালোচনা। এরমধ্যেই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে হবে অস্ট্রেলিয়ার নতুন হেড কোচ? শোনা যাচ্ছিলো এ তালিকায় আছেন সাবেক অজি পেসার জেসন গিলেস্পি। তবে গিলেস্পি জানালেন, অস্ট্রেলিয়া দলের হেড কোচের দায়িত্ব নিতে চাননা তিনি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য হেড কোচের তালিকায় অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, মাইকেল ডি ভেনুটো, ট্রেভর বেলিস, গ্যারি কার্স্টেনসহ আরও অনেকের নাম শোনা যাচ্ছিলো। এর মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিলো জেসন গিলেস্পির নাম।
যখন সম্ভাব্য কোচের তালিকায় তার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই গিলেস্পি জানিয়ে দিলেন অজিদের দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই তার। বরং সাউথ অস্ট্রেলিয়ার হেড কোচের পদে আরও কিছুদিন কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হেড কোচের দায়িত্ব না নেওয়ার ব্যাপারে গিলেস্পি বলেন, ‘আমি নতুন কোনো চাকরি পেতে চেষ্টা করছি না। সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেটে কাজ চালিয়ে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার এখানে অনেক কাজ করার আছে, আর আমি কাজটা উপভোগও করি। তবে ল্যাঙ্গারের উত্তরসূরি হিসেবে আমার নাম আসায় ভালোই লেগেছে।’
অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন জ্যাস্টিন ল্যাঙ্গার। শুধু তাই নয়, ল্যাঙ্গারের অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ শিরোপাও নিজেদের করে নিয়েছে অজিরা। এরপরেও চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এ একারণেই কোচের পদ থেকে সরে দাঁড়ান জ্যাস্টিন ল্যাঙ্গার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]