আইসিসির মাস সেরা খেলোয়াড়ের দৌড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। জানুয়ারি মাসে সেরা হওয়ার পথে তার প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এ তথ্য জানিয়েছে।
সেরা হওয়ার দৌড়ে ইবাদতের প্রতিপক্ষ দু’জন হলেন- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার দাওলোদ ব্রেভিস এবং একই দেশের জাতীয় দলের তারকা ক্রিকেটার কেগান পিটারসন।
বাংলাদেশ জাতীয় দলের এ পেসার জানুয়ারি মাসে দুটি টেস্ট খেলেছেন। নিউজিল্যান্ডের মাটিতে ওই দুই টেস্টে বল হাতে ২৯ দশমিক ৩৩ গড়ে তুলে নিয়েছেন ৯টি উইকেট। যার মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ৪৬ রান দিয়ে ইবাদত শিকার করেছিলেন ৬টি উইকেট।
পেসার ইবাতদের বোলিং নৈপূণ্যে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ক্রিকেটের যেকোনো ফরম্যাটে প্রথম জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ ক্রিকেট দল।
দলের ঐতিহাসিক জয়ের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ইবাদত হোসেন। ওই ম্যাচের পারফর্ম্যান্সেই এবার আইসিসি মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা পেয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]