অস্ট্রেলিয়া জাতীয় দলে দায়িত্ব নেয়ার পর জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়ের ধরণ মোটেই মনে ধরেনি দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের। এরপরও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজে দলের সাথে ছিলেন সাবেক এই অজি ক্রিকেটার। এই দুই আসরেই তার অধীনে সাফল্য পেয়েছে অজিরা। এরপরও আত্মসম্মানে আঘাতের শঙ্কায় ছিলেন ল্যাঙ্গার। যার কারণে দায়িত্বের মেয়াদ না বাড়িয়ে পদতাগের সিদ্ধান্ত নেন তিনি।
ল্যাঙ্গারের পদত্যাগের ২৪ ঘন্টা পর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে একটি চিঠি প্রকাশিত হয়েছিল। চিঠিটা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলিকে লিখেছিলেন সদ্য বিদায়ী অজি কোচ। চিঠিতে ল্যাঙ্গার স্বীকার করেছেন যে, সবার স্বার্থ বিবেচনা করে মাথা উচু করে বিদায় নিতেই তার পদত্যাগের সিদ্ধান্ত।
চিঠিতে ল্যাঙ্গার লিখেছেন, ‘সর্বশেষ ১২ মাস ধরে অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে আমার ভবিষ্যৎ নিয়ে মিডিয়াতে প্রচুর জল্পনা-কল্পনা চলছে। এটি আমার পরিবারের বিরাট ক্ষতি করেছে। আমি আশা করি এই সময়জুড়ে আমি নিজের সততা এবং মর্যাদা ধরে রেখে কাজ করে যেতে পেরেছি।’
এই কিংবদন্তি খেলোয়াড় আরো বলেন, ‘আমাকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত একটি স্বল্পমেয়াদী চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি মাথা উচু করে বিদায় নিতেই সবকিছু বিবেচনা করে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এটা ভালো হবে।’
তিনি আরো বলেন, ‘আমার জীবন সততা, শ্রদ্ধা, বিশ্বাস, সত্য এবং কর্মক্ষমতার মূল্যবোধের বহমান। এভাবেই চলছে। এটা বাস্তবায়ন করতে যদি কারো উপর বাড়াবাড়ি করে থাকি তবে আমি ক্ষমাপ্রার্থী।’
সঠিক সময়ে মাথা উচু করে বিদায় নিতে পেরেছেন বলেই মনে করেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জয়ী দলের অংশ হতে পেরে ধন্য। আমি টেস্ট দলকে ১ নাম্বার র্যাঙ্কিংয়ে দেখেছি, উইজডেন বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছি, অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে জায়গা পেয়েছি। আমি কৃতজ্ঞ যে, আমি উচ্চতায় থেকেই বিদায় নিচ্ছি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]