হাজারতম ওয়ানডে ম্যাচে ভারতের দাপুটে জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
হাজারতম ওয়ানডে ম্যাচে ভারতের দাপুটে জয়

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিতে ভারত সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে ভারতের হাজারতম ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলকের দিনে পাত্তাই পেল না ক্যারিয়বিয়রা। যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরের বোলিং তোপের পর অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে অনায়াসে জয় তুলে নিয়েছে ভারত। ঐতিহাসিক ম্যাচে উইন্ডিজদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছেন রোহিত শর্মারা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের হাজারতম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমেছিল ভারত। মাইলফলক স্পর্শ করা ম্যাচে টস ভাগ্যের জয় পায় তারা। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ওয়েস্ট ইস্ডিজকে পাঠানো ব্যাটিং।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলাদের বোলিং তোপে ৪৩ দশমিক ৫ ওভারে ১৭৬ রানের গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১২৩ বল বাকি (২৮ ওভার খেলে) ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে ১শ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন জেসন হোল্ডার ও ফাবিয়ান অ্যালেন। অষ্টম উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। এতে দলের স্কোর ১শ পেরিয়ে দেড়শ স্পর্শ করে।

৩৮তম ওভারে হোল্ডার-অ্যালেন জুটি ভেঙে ভারতকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন স্পিনার সুন্দর। অ্যালেন ২৯ রান করেন। হোল্ডার-অ্যালেন ৯১ বলে ৭৮ রানের জুটি গড়েন। হাফ-সেঞ্চুরি তুলে ৪১তম ওভারে থামেন হোল্ডার। ৪টি ছক্কায় ৭১ বলে ৫৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ দশমিক ৫ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের চাহাল ৪৯ রানে ৪টি, সুন্দর ৩০ রানে ৩টি উইকেট নেন।

জয়ের জন্য স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান। মারমুখী মেজাজে ছিলেন রোহিত। ৪২তম বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।

কিশানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৯ বলে ৮৪ রানের শুরু এনে দিয়ে থামেন রোহিত। ৫১ বলে ৬০ রান করেন তিনি। ১০টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান রোহিত। এরপর ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায় ভারত। বিরাট কোহলি ৮, কিশান ২৮ ও উইকেটরক্ষক ঋসভ পান্থ ১১ রান করে আউট হন।

১১৬ রানে ৪ উইকেট পড়লেও পঞ্চম উইকেটে ৬৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে স্মরণীয় জয় এনে দেন সূর্যকুমার যাদব ও অভিষেক ম্যাচ খেলতে নামা দীপক হুদা। তখনও ম্যাচের ১৩২ বল বাকি ছিল।

৫টি চারে ৩৬ বলে অপরাজিত ৩৪ রান করেন সূর্য। ৩২ বলে অপরাজিত ২৬ রান করেন হুদা। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নেন ২ উইকেট।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার

যুব বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে বাংলাদেশের রিপন মন্ডল

যুব বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে বাংলাদেশের রিপন মন্ডল

রাজ বাওয়া : পারিবারিক ঐতিহ্যের বাহক

রাজ বাওয়া : পারিবারিক ঐতিহ্যের বাহক

আইপিএল পৃথিবীর সেরা ক্রিকেট টুর্নামেন্ট : ওয়ার্নার

আইপিএল পৃথিবীর সেরা ক্রিকেট টুর্নামেন্ট : ওয়ার্নার