ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো বসেছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচের পরের দিনই যুব বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন পেসার রিপন মন্ডল।
যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গিয়েছিল যুব টাইগাররা। এবার আর আগের সেই ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশের যুবারা। তবে ব্যতিক্রম ছিলেন রিপন মন্ডল।
বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছিলেন রিপন। এতেই যুব বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় চার নম্বরে আছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ৩১ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। এটাই ছিল বিশ্বকাপে তার সেরা বোলিং ফিগার।
যুব বিশ্বকাপের সেরা একাদশে সবচেয়ে বেশি তিন ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন। এছাড়াও এ একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় অধিনায়ক যশ ঢুল।
তিন ভারতীয় ছাড়াও পাকিস্তান এবং ইংল্যান্ড থেকে দুই জন করে ক্রিকেটার এ একাদশে জায়গা পেয়েছেন। অংশগ্রহণকারী ১৬ দেশের মধ্যে আট দলের ক্রিকেটাররা যুব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিতে পেরেছেন।
যুব বিশ্বকাপের সেরা একাদশ
হাসিবুল্লাহ খান, টিগু ওয়েলি, ডেওয়াল্ড ব্রেভিস, যশ ঢুল, টম প্রেস্ট, দুনিথ ওয়েলালাগে, রাজ বাওয়া, রিপন মন্ডল, আওয়াইস আলী, জস বয়ডেন।
দ্বাদশ ক্রিকেটার
নূর আহমেদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]