প্রথম ওয়ানডের আগে ভারতীয় দলে শাহরুখ-ঈশান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
প্রথম ওয়ানডের আগে ভারতীয় দলে শাহরুখ-ঈশান

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে ভারতীয় দলে হানা দিয়েছিল করোনা।  শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ারসহ সাত জন করোনা আক্রান্ত হয়ে বাদ পড়েছেন। করোনা আক্রান্ত হওয়া ক্রিকেটারদের বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেয়েছেন শাহরুখ খান এবং ঈশান কিষাণ।

করোনা আক্রান্ত ক্রিকেটারদের বদলি হিসেবে আগেই ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিয়মের কারণে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তিনি।

এ কারণেই বাধ্য হয়ে উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষাণ এবং শাহরুখ খানকে দলে ডেকেছে ভারতীয় দল। ঈশান এর আগে জাতীয় দলে খেললেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন শাহরুখ খান।

২০২১ সালে শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে নিজের প্রথম ওয়ানডে খেলেন ঈশান কিষাণ। এদিকে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন পারফর্ম করেও উপেক্ষিত ছিলেন শাহরুখ খান। এবার তার অপেক্ষার পালা ফুরিয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে নিজের জাত চিনিয়েছেন শাহরুখ। এতেই তার সামনে খুলে গেছে জাতীয় দলের দরজা।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ দিয়ে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরু করবেন রোহিত শর্মা। এছাড়াও এ সিরিজ দিয়েই নিজেদের ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত। এ কারণেই বাজিয়ে দেখা হচ্ছে তরুণ ক্রিকেটারদের।

ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুদা, ঋষাভ পান্থ (উইকেটরক্ষক), দিপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, ঈশান কিষাণ, শাহরুখ খান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল‍্যান্ডকে হারিয়ে ভারতীয় যুবাদের পঞ্চম বিশ্ব শিরোপা

ইংল‍্যান্ডকে হারিয়ে ভারতীয় যুবাদের পঞ্চম বিশ্ব শিরোপা

আইপিএল পৃথিবীর সেরা ক্রিকেট টুর্নামেন্ট : ওয়ার্নার

আইপিএল পৃথিবীর সেরা ক্রিকেট টুর্নামেন্ট : ওয়ার্নার

আইপিএল নিলাম, তাই পিএসএল ছাড়লেন অ্যান্ডি ফ্লাওয়ার

আইপিএল নিলাম, তাই পিএসএল ছাড়লেন অ্যান্ডি ফ্লাওয়ার

ভারত-উইন্ডিজ সিরিজে দর্শক নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

ভারত-উইন্ডিজ সিরিজে দর্শক নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন