বাংলাদেশের কাছে গত আসরে হেরে রানাস-আপ হয়েছিল ভারতীয় যুবারা। তবে এবার কোন ভুল করেনি। বাংলাদেশের বাধা বেশ ভালোভাবেই উৎরে গিয়েছিল। ফাইনালে ইংল্যান্ড যুবাদের হারিয়ে যুব বিশ্বকাপ শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেছে ভারত। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
আইসিসি যুব বিশ্বকাপের ফাইনালে শনিবার (৫ ফেব্রুয়ারি) অ্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তবে প্রথমে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি ইংল্যান্ড জাতীয় দলের উত্তসূরীরা।
ভারতীয় যুবাদের বোলিং তোপে ৪৪ দশমিক ৫ ওভারেই ১৮৯ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ১৪ বল বাকি (৪৭.৪ ওভার) থাকতেই ৪ উইকেটে জয় তুলে নেয় ভারতীয় যুবারা। আইসিসি অনূধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের এটি পঞ্চম শিরোপা জয়।
ভারতীয় বোলারদের বিপক্ষে ব্যাট হাতে উইকেটে রান করেছে মূলত ইংল্যান্ডের একজন। ১১৬ বল খেলে ১২টি চারের মালে ৯৫ রান করেন জেমস রিউ। এছাড়া শেষ দিকে জেমস স্যালেস ৬৫ বলে ২ চারের অপরাজিত ৩৪ রান করেন। এছাড়া ওপেনার জর্জ টমাসের ২৭ রান ছাড়া বাকি আর কারো ব্যাট থেকে বড় সংগ্রহ আসেনি।
ভারতের পক্ষে বল হাতে বাজিমাত করেন রাজ বাওয়া এবং রবি কুমার। ৯ দশমিক ৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাওয়া, আর ৯ ওভারে ৩৪ রান দিয়ে রবি শিকার করেন ৪টি উইকেট। বল হাতে ইংল্যান্ড শিবিরে ধস নামিয়ে ফাইনাল সেরাও হয়েছেন রাজ বাওয়া।
ইংলিশ যুবাদের ১৮৯ রানে আটকে রেখে ব্যাট করতে নেমে ভারতীয় যুবারাও শুরুতে বিপর্যয়ে পড়েছিল। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা। তবে শুরুর ধাক্কা সামালে ইনিংস গড়েন হারনূর সিং এবং শাইখ রাশিদ। দুজনে মিলে ১৭ দশমিক ৩ ওভারে ৪৯ রান যোগ করেন।
দলীয় ৪৯ রানে হারনূর সিং সাজঘরে ফেরেন। ৪৬ বলে ২১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে তিনি। এরপর দলীয় ৯৫ রানে তৃতীয় উইকেট ভারত। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে ফেরেন শাইখ রাশিদ। ওভারে ফিরেই স্যালেস তুলে নেন অধিনায়ক ইয়াশ ধুলের উইকেট। ৩২ বলে এক চারে ১৭ রান করেন তিনি।
এরপর দলের হাল ধরেন বল হাতে ইংলিশদের ধসিয়ে দেওয়া রাজ বাওয়া। তার সাথে ছিলেন নিশান্ত সিন্ধু। স্বাচ্ছন্দ্যে দলকে নিয়ে যান জয়ের পথে। দুজনের জুটি থেকে আসে ৬৭ রান। জয় থেকে মাত্র ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ বাওয়া।
বাওলা চলে যাওয়ার পর বাকি কাজটুকু সারেন নিশান্ত সিন্ধু এবং উইকেটরক্ষক দীনেশ বানা। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন নিশান্ত সিন্ধু। তবে বল হাতে ইংলিশদের ধস নামিয়ে ম্যাচ সেরা হয় বাজ বাওয়া।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]