দলে সুযোগ পাইয়ে দিতে বাগেরহাটের বিসিবি কোচ আবু তাহের ৩০ হাজার টাকা দাবি করেছেন বলে অভিযোগ করেছিলেন অনূর্ধ্ব-১৬ জেলা দলের ক্রিকেটার মোহাম্মদ নাঈম। সেই অভিযোগ আমলে নিয়ে দুজনকেই ডেকে পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাগেরহাট থেকে ঢাকায় আসার পথে তরুণ ওই ক্রিকেটার শিকার হয়েছেন আক্রমণের।
জাতীয় দলের পেসার রুবেল হোসেনের জেলা বাগেরহাটের ছেলে মোহাম্মদ নাঈম। জেলা দলে সুযোগ পেতে দুই প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করলেও ঘোষিত স্কোয়াডে সুযোগ পাননি তিনি। তাকে ছাড়াই ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কোচ আবু তাহের। তবে তাকে দলে জায়গা দিতে কোচ ৩০ হাজার টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ করেছিলেন নাঈম।
সুযোগ দিতে কোচের টাকা দাবির বিষয়টি সংবাদ মধ্যমে প্রকাশিত হলে তা বিসিবির নজরে আসে। এছাড়া নাঈম নিজেও বিষয়টি নিয়ে বিসিবিকে কাছে অভিযোগ জানান। অভিযোগটি আমলে নিয়ে শনিবার (৫ ফেব্রুয়ারি) তাদের দুজনকেই ডাকা তলব করে বিসিবি।
বিসিবির ডাক পেয়ে কোচ আবু তাহের ও ক্রিকেটার নাঈম দুজনেই হাজির হয়েছিলেন বিসিবির কার্যালয়ে। সেখানে তাদের দুজনের বক্তব্য শুনেছে বোর্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়ে বিসিবি।
বোর্ডের সাথে কথা বলা শেষে স্টেডিয়ামের দুই নং গেটে সাংবাদিকদের সাথে কথা বলেন নাঈম। তিনি বলেন, ‘তাদেরকে (বোর্ড) সম্পূর্ণ বিস্তারিত জানিয়েছি। ম্যাচের ব্যাপারে, ম্যাচ কীভাবে অনুষ্ঠিত হয়, কীভাবে খেলোয়াড় নেওয়া হয়। তারা জিজ্ঞেস করেছে কিরকম ম্যাচ হয়, আমি বলেছি এ রকম অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচগুলোই রেজাল্ট, ম্যাচে যারা ভালো করবে তারাই দলে থাকবে।’
তিনি বলেন, ‘আমার অভিযোগটা ছিল মানে, বাগেরহাটের কোচ আমাকে ৩০ হাজার টাকা দেওয়ার জন্য বলে। তো ওটা আমি বোর্ডকে মেইল করে জানাই। জানানোর পর বোর্ড আমাকে ডাকে।’
বোর্ড কী বলেছে সে বিষয়ে জানাতে চাইলে নাঈম বলেন, ‘বোর্ড বলছে এটা সময়ের ব্যাপার। তারা তদন্ত করে দেখবে। আমি আসলে চাচ্ছিলাম বিষয়টা দেখার জন্য। আমি আমার নিজের ক্যারিয়ারটাতো দেখবো না। আমি ভালো খেলতে পারলাম, ভালো সুযোগ সুবিধা পেলাম এটা চাই না। আমি ৮-১০ টা খেলোয়াড় যেন ভালো সুযোগ সুবিধা পায় সেটা চাই।’
বিসিবিতে এসে কথা বলতে পারলেও ঢাকা আসার পথে নাঈম হামলা শিকার হয়েছিলেন। আক্রমণকারীদের ঠিক মতো চিনতে না পারলেও নাঈম মনে করেন, হামলাকারীরা কোচ আবু তাহেরের লোক হতে পারে।
তিনি বলেন, ‘বাধা দেওয়া হয়েছে। যখন গাড়িতে উঠেছি তখন আমার উপর আক্রমণ করা হয়। তবে আমি স্পষ্ট বলতে পারি না তার (আবু তাহের) লোক কি না। তবে নাম বলেছে বাগেরহাটের কয়েকজন প্রভাবশালীর। মানে ওরা তাদের লোক। আমার সন্দেহ হচ্ছে হতে পারে উনার লোক।’
হামলার শিকার হওয়া তরুণ এ ক্রিকেটার এখন নিজের নিরাপত্তাহীনতায় ভুুগছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বলতে পারি না, হয়তো নিরাপত্তাহীনতায় থাকতেও পারি।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]