হয় ম্যাচ জেতাও, নয়তো আউট হয়ে যাও : বাবরকে ইনজামাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
হয় ম্যাচ জেতাও, নয়তো আউট হয়ে যাও : বাবরকে ইনজামাম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি করাচি কিংস। চার ম্যাচের চারটিতেই হেরেছে বাবর আজমের দল। সর্বশেষ ম্যাচে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) জিততে জিততেও পেশোয়ার জালমির কাছে ৯ রানের ব্যবধানে হেরে গেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট করাচি কিংস।

এই হারে সবচেয়ে বেশি দায় ছিল বাবর আজমের। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি করাচির অধিনায়ক। আর তাতেই বাবরের উপর চটেছেন পেশোয়ারের সভাপতি ইনজামাম-উল-হক। বাবরকে দলের স্বার্থে খেলতে বললেন পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি খেলোয়াড়।

পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচের শেষ পর্যন্ত উইকেটে থেকে ৬৩ বলে ১২ চার ও ১ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন বাবর। তার এই ইনিংসের পরও হার মেনে নিতে পারছেন না কেউ। এই ম্যাচ নিয়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমে কথা বলতে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সেখানে জয় দিয়ে ম্যাচ শেষ করতে না পারার জন্য বাবর আজমের সমালোচনা করেছেন তিনি।

ইনজামাম বলেন, ‘আপনি বিশ্বের এক নম্বর ক্রিকেটার। পুরো বিশ ওভার জুড়ে উইকেটে দাঁড়িয়ে ছিলেন। আপনার ম্যাচটি শেষ করে আসা উচিত ছিল। যদি শেষ করে জিতিয়ে আসতে না পারেন, তবে সম্পূর্ণ ওভার না খেলে আউট হয়ে যাওয়া উচিত।’

বাবরের ব্যাপার ছাড়াও মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশনকে ‘বেআইনি’ ঘোষণা করায় অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষেরও সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক। হাসনাইন দুই-তিন বছর ধরে ক্রিকেট খেলছেন। তার বোলিং অ্যাকশন এতো দিন কেন অবৈধ হলো না? এমন প্রশ্নও রাখেন তিনি।

ইনজি বলেন, ‘কেন বেশিরভাগ (৯০%) খেলোয়াড় অস্ট্রেলিয়া যাওয়ার পরে নিষিদ্ধ হন?’। তিনি আরো বলেন যে, পিএসএল শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত ছিল হাসনাইনের বোলিং অ্যাকশন সমস্যাটি সমাধান করা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোনো ম্যাচ না খেলেই পিএসএল থেকে ছিটকে গেলেন আমির

কোনো ম্যাচ না খেলেই পিএসএল থেকে ছিটকে গেলেন আমির

সালমান বাট-সরফরাজের মধ্যে চলছে ইট-পাটকেল ছোড়াছুড়ি

সালমান বাট-সরফরাজের মধ্যে চলছে ইট-পাটকেল ছোড়াছুড়ি

পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

স্তন ক্যান্সার সচেতনায় পিএসএলকে কাজে লাগাবে পিসিবি

স্তন ক্যান্সার সচেতনায় পিএসএলকে কাজে লাগাবে পিসিবি