ভারত-উইন্ডিজ সিরিজে দর্শক নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
ভারত-উইন্ডিজ সিরিজে দর্শক নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দর্শকবিহীন মাঠে হওয়ার কথা থাকলেও টি-টোয়েন্টিতে দর্শক ফেরানোর অনুমতি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে সুযোগ পেয়েও টি-টোয়েন্টি সিরিজে দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

শুক্রবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যমকে টি-টোয়েন্টি সিরিজে দর্শক না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। জানিয়েছেন, খেলার সাথে জড়িত সবার নিরাপত্তার কথা বিবেচনাতেই এ সিদ্ধান্ত নেওয়ার হয়েছে।

কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, দর্শকরা মাঠে বসে যেকোনো খেলা উপভোগ করতে পারবে। তবে স্টেডিয়ামগুলোতে দর্শক ধারণক্ষমতার ৭০ শতাংশের বেশি দর্শক প্রবেশ করতে পারবে না। এ কারণেই ভাবা হয়েছিল, ভারত-ওয়েস্ট ইন্ডিজে সিরিজে দর্শক থাকবে।

টি-টোয়েন্টি সিরিজের আগে আহমেদাবাদে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সেখানেও থাকছে না দর্শক প্রবেশের কোনো সুবিধা।

দর্শক প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এই সময়ে দর্শকদের প্রবেশের অনুমতি দিয়ে খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকি নিতে পারি না। স্পষ্টতই, আমাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের ছাড়পত্র রয়েছে তবে বিসিসিআই খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি নিতে চায় না।’

তিনি আরও বলেন, ‘তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য আমরা ইডেন গার্ডেনে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছি না। সাধারণ মানুষের জন্য কোনো টিকিট থাকবে না। শুধুমাত্র সিএবি কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের প্রতিনিধিদের অনুমতি দেয়া হয়েছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কা সিরিজে গোলাপী বলের টেস্ট খেলবে ভারত

লঙ্কা সিরিজে গোলাপী বলের টেস্ট খেলবে ভারত

আইপিএল শুরু ২৭ মার্চ, একমাত্র ভেন্যু মহারাষ্ট্র

আইপিএল শুরু ২৭ মার্চ, একমাত্র ভেন্যু মহারাষ্ট্র

আইপিএল নিলাম, তাই পিএসএল ছাড়লেন অ্যান্ডি ফ্লাওয়ার

আইপিএল নিলাম, তাই পিএসএল ছাড়লেন অ্যান্ডি ফ্লাওয়ার

নেতা হতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই : বিরাট কোহলি

নেতা হতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই : বিরাট কোহলি