দীর্ঘ দুই যুগের বিরতির পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। পাকিস্তান সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি ওয়ানডে খেলবে অজিরা। এ সফরের জন্য সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিরিজের আগে পিসিবিকে সিরিজের তিনটি টেস্ট একই ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু অস্ট্রেলিয়ার সে অনুরোধ রাখেনি পাকিস্তান। ভিন্ন ভিন্ন ভেন্যুতেই আয়োজিত হবে তিন টেস্ট। কিন্তু তিন ওয়ানডে এবং টি-টোয়েন্টি একই ভেন্যুতে আয়োজিত হবে।
তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করবে অস্ট্রেলিয়া। চলতি বছরের ৪ মার্চ থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। আর ৫ রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শেষ হবে।
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারে মতো পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া দল। পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও এখনও সিরিজের জন্য দল ঘোষণা করেনি সিএ।
সফরে অস্ট্রেলিয়া দলকে পাকিস্তানে কোনো রকম আইসোলেশন করতে হবে না। অস্ট্রেলিয়া দল নিজ দেশেই আইসোলেশন সম্পন্ন করবে। এরপরেই চার্টার্ড বিমানে করে পাকিস্তানে যাবে অজিরা। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌছাবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন টেস্ট দল।
আর সীমিত ওভারের স্কোয়াড ২৪ মার্চ পাকিস্তানে পৌঁছাবে। পাকিস্তানের মাটিতে এক দিনের রুম কোয়ারেন্টাইন করবে তারা।
অস্ট্রেলিয়া-পাকিস্তান সফর সূচি
টেস্ট
প্রথম টেস্ট : ৪-৮ মার্চ, রাওয়ালপিন্ডি।
দ্বিতীয় টেস্ট : ১২-১৬ মার্চ, করাচি।
তৃতীয় টেস্ট : ২১-২৫ মার্চ, লাহোর।
ওয়ানডে
প্রথম ওয়ানডে : ২৯ মার্চ, রাওয়ালপিন্ডি।
দ্বিতীয় ওয়ানডে : ৩১ মার্চ, রাওয়ালপিন্ডি।
তৃতীয় ওয়ানডে : ২ এপ্রিল, রাওয়ালপিন্ডি।
৫ এপ্রিল- একমাত্র টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]