আরিফুলে টানা সেঞ্চুরি, তবুও হারলো বাংলাদেশের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
আরিফুলে টানা সেঞ্চুরি, তবুও হারলো বাংলাদেশের যুবারা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে যুব বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে যুব টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পর দক্ষিণ আফ্রিকা ম্যাচেও শতক তুলে নিয়েছিলেন আরিফুল ইসলাম। তবুও হার এড়াতে পারেনি বাংলাদেশের যুবারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৯৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় প্রোটিয়া যুবারা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মাহফিজুল ইসলাম এবং প্রান্তিক নওরোজ নাবিল ৫৭ রানের জুটি গড়েন। এরপর ২৮ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এ সময়ের দলের হাল ধরেন মোহাম্মদ ফাহিম এবং আরিফুল ইসলাম। দুইজন মিলে গড়ে তোলেন ৫৫ রানের জুটি।

ফাহিম প্যাভিলিয়নে ফিরলেও মেহরব হোসেনকে নিয়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন আরিফুল। শেষ পর্যন্ত ১০৩ বলে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট শিকার করেন কেনা মাফাকা। এছাড়াও দুইটি উইকেট শিকার করেন লিয়াম অল্ডার। একটি করে উইকেট শিকার করেন ম্যাথু বুস্ট, আন্দিলে সিমলেন এবং মিচেল কোপল্যান্ড।

২৯৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৪ রানেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জেড স্মিথকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর রোনান হারম্যানকে নিয়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন ডেওয়াল্ড ব্রেভিস। এরপর জোড়া উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেন মেহরব।

শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রেখে ব্রেভিসকে খেলেছেন ১৩০ বলে ১৩৮ রানের ইনিংস। শেষদিকে মাত্র ৭ রানে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে কিছুটা জয়ের সম্ভাবনা তৈরি করলেও মিচেল কপল্যান্ড ও লিয়াম আল্ডার মিলে প্রোটিয়াদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আরিফুলের সেঞ্চুরি, পাকিস্তানের কাছেও হারলো টাইগার যুবারা

আরিফুলের সেঞ্চুরি, পাকিস্তানের কাছেও হারলো টাইগার যুবারা

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব

হারের বৃত্তে যুব টাইগারদের ঘুরপাক

হারের বৃত্তে যুব টাইগারদের ঘুরপাক