আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনও খেলে যাচ্ছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আসছিলেন মোহাম্মদ আমির। সেখানে কোনো ম্যাচে না খেলেই ছিটকে গিয়েছেন এ পেসার।
পিএসএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে করাচি কিংস। তিন ম্যাচের একটাতেও জয়ের দেখা পায়নি তারা। এরই মধ্যে পেস আক্রমণের অন্যতম ভরসা মোহাম্মদ আমির ছিটকে গেলেন।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম তিন ম্যাচে মাঠে নামতে পারেননি মোহাম্মদ আমির। কথা ছিল, ফিটনেস ফিরে পেলেই মাঠে নামবেন। তবে পুরো পিএসএল চলাকালীন সময়ে আমিরের পক্ষে ফিটনেস ফিরে পাওয়া কঠিন। এ কারণেই পিএসএল থেকে ছিটকে গিয়েছেন তিনি।
শুধু মোহাম্মদ আমির নয়, করাচি কিংসের আরেক পেসার মোহাম্মদ ইলিয়াসও পিএসএল থেকে ছিটকে গেছেন। বল হাতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ইলিয়াস। তিন ম্যাচে শিকার করেছেন মাত্র এক উইকেট। বল হাতেও ছিলেন বেশ খরুচে। কাঁধের ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন তিনি।
এক বিবৃতিতে করাচি কিংস বলেছে, ‘এমআরআই আমাদের বড় দুঃসংবাদ দিয়েছে এবং চিকিৎসক তাকে ৬ সপ্তাহের বিশ্রাম দিয়েছে। আগামীকাল সকালেই সে পেশোয়ারে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে।’
পিএসএলের বাকি অংশের জন্য এরই মধ্যে এই দুই ক্রিকেটারের জন্য বিকল্প খুঁজছে করাচি। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করা দলটি ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য খুঁজছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]