বিগব্যাশ চলাকালীন পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপরেই নিজের বায়ো-মেকানিক পরীক্ষা দেন মোহাম্মদ হাসনাইন। সেখানেই জানা গেছে তার বোলিং অ্যাকশন অবৈধ।
বিগব্যাশে হাসনাইনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সের বায়ো-মেকানিক্যাল ল্যাবে পরীক্ষা দেন। আইসিসি অনুমোদিত এ ল্যাবের দেওয়া রিপোর্ট পরীক্ষা করে তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার বোলিং করার সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই বাঁকাতে পারেন। তবে হাসনাইনের ক্ষেত্রে হাত আরও বেশি বেঁকে যায়। এ কারণেই তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়েছে।
নিয়মানুসারে এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হচ্ছেন না মোহাম্মদ হাসনাইন। নিজের বোলিং অ্যাকশন পরিবর্তনের আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। এ সময়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো অসুবিধা নেই।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাসনাইনকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না খেলে বোলিং অ্যাকশন শুধরানোর পরামর্শ দিয়েছে।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘তার ভবিষ্যতের কথা মাথায় রেখে পিসিবি পিএসএল ২০২২ টেকনিকাল কমিটির পরামর্শ মেনে তাকে পিএসএলে আর না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। পিএসএল না খেলে সে এই সময়ে পিসিবির নিয়োগকৃত বোলিং কনসাল্টেন্টের সঙ্গে অ্যাকশন শোধরানোর কাজ করবে যাতে করে আবার পরীক্ষা দিয়ে সে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।’
এর আগে ২০১৬ সালে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে পিএসএলে বোলিং করতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। পরে অ্যাকশন শুধরে বোলিংয়ে ফিরেছিলেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া রিপোর্টে জানানো হয়েছে হাসনাইনের কয়েকটি বোলিং অ্যাকশনের সমস্যা রয়েছে। গুড লেন্থ ডেলিভারি, ফুল লেন্থ ডেলিভারি, স্লো বাউন্সার এবং বাউন্সার দেওয়ার সময় আইসিসির নির্ধারিত সীমার চেয়ে কনুই বেশি বাঁকান হাসনাইন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]