অ্যাশেজ ব্যর্থতায় পরিচালকের পর ইংলিশ কোচের পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
অ্যাশেজ ব্যর্থতায় পরিচালকের পর ইংলিশ কোচের পদত্যাগ

অ্যাশেজ ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক অ্যাশলি জাইলস। এবার সে পথে হাঁটলেন ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড। এক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইসিবির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি জানায় ইসিবি। বিদায় বেলায় তাকে ধন্যবাদ জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন।

অস্ট্রেলিয়ায় শেষ হওয়া সর্বশেষ অ্যাশেজে অজিদের বিপক্ষে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। অ্যাশেজে ৪-০ ব্যবধানে হেরেছে জো রুটের দল।

অ্যাশেজের এ ব্যর্থতার পর ইংল্যান্ড দলের উপর একের পর এক চাপ আসছিল। এরই ফলস্বরুপ ইসিবির ক্রিকেট পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান অ্যাশলি জাইলস। এর পরেরদিনই হেড কোচের দায়িত্ব থেকে সরে দাড়ালেন ক্রিস সিলভারউড।

২০১৯ সালে ইংল্যান্ড দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন সিলভারউড। তার অধীনে প্রায় পুরোটা সময় বায়ো-বাবলের মধ্যে থেকে খেলেছিল ইংল্যান্ড দল। এছাড়াও এ সময় ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলার সিদ্ধান্ত নেয় ইসিবি। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন কোচ সিলভারউড।

সিলভারউডের অধীনে ২০২১ সালে ইংল্যান্ড দলের অবস্থা ছিল ভয়াবহ রকমের খারাপ। এতে তার চাকরি নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। এর আগেই চাকরি থেকে ইস্তাফা দিলেন তিনি।

কোচ সিলভারউডের উত্তরসূরী কে হবেন তা এখনও জানায়নি ইসিবি। তবে এর আগে ক্রিকেট পরিচালক হিসেবে সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইসিবির এমডির দায়িত্ব ছাড়লেন অ্যাশলে জাইলস

ইসিবির এমডির দায়িত্ব ছাড়লেন অ্যাশলে জাইলস

চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি

চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাবে জাস্টিন ল্যাঙ্গারের ‘না’

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাবে জাস্টিন ল্যাঙ্গারের ‘না’

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার জো রুট

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার জো রুট