জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি। সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামে এবং টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু ঢাকা।
বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল আফগানিস্তান সিরিজের কোনো ম্যাচ ঢাকায় আয়োজন করা হবে না। যদিও দিন দুয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন চট্টগ্রাম এবং ঢাকায় আয়োজিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। পূর্ণাঙ্গ সূচিতেও একই ভেন্যু রেখেছে বিসিবি।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত সূচিতে জানানো হয়েছে, ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটির ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে চলতি মাসের ১২ তারিখ ঢাকায় আসবে আফগানিস্তান দল। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানরা। সেখান থেকে সরাসরি টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে নামবে রশিদ-নবীরা।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল ১১ টায়। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর তিনটায়।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
ওয়ানডে
প্রথম ওয়ানডে : ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে : ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে : ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
টি-টোয়েন্টি
প্রথম টি- টোয়েন্টি : ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]