চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাইফউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোটে পড়ে দেশে ফিরে এসেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাও প্রায় তিনমাস আগের ঘটনা। এরপর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পরও সেরে না উঠায় লন্ডন যাচ্ছেন তিনি। সাইফউদ্দিন বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন পেসার হাসান মাহমুদ। তার সাথেই সাইফউদ্দিনের লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু লন্ডনের বিমান ধরার আগে করোনা পজিটিভ আসায় সে যাত্রায় যেতে পারেননি তিনি। তবে এবার লন্ডনে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন মোহাম্মদ সাইফউদ্দিন। এর জন্য সকল কাজ সম্পন্ন করেছেন তিনি।

লন্ডন যাওয়ার বিষয়ে সাইফউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘হাসান মাহমুদের সঙ্গে আমার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার কোভিড পজিটিভ আসে। তবে আমি এখন কোভিড নেগেটিভ। এই কারণে কয়েকদিন পিছিয়ে আজ রাতে আমি ইংল্যান্ড যাচ্ছি। কালকে দুপুর দুইটা বা আড়াইটা নাগাদ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তার সঙ্গে আমার ইনজুরি এবং ব্যথা নিয়ে আলোচনা করবো।’

বেশ কিছুদিন ধরের পিঠের চোট বয়ে নিয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের চোটের কারণে বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ ম্যাচও মিস করেছেন তিনি।

এদিকে পেসার হাসান মাহমুদ জানিয়েছেন, প্রায় সুস্থ হওয়ার দিকে। শীঘ্রই প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে আছেন হাসান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছে আফগানিস্তান

১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছে আফগানিস্তান

১১ বছর পর আবারও ঢাকায় জেমি সিডন্স

১১ বছর পর আবারও ঢাকায় জেমি সিডন্স

ইনজুরির রহস্য উদঘাটনের সাথে জানলেন এখন তিনি পুরো সুস্থ

ইনজুরির রহস্য উদঘাটনের সাথে জানলেন এখন তিনি পুরো সুস্থ

আশরাফুল : সুবাস ছড়িয়েও ঝরে পড়া ‘আশার ফুল’

আশরাফুল : সুবাস ছড়িয়েও ঝরে পড়া ‘আশার ফুল’