সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে শ্রীলঙ্কান ডানহাতি পেসার সুরাঙ্গা লাকমল। এরপরেই জানা গেল কাউন্টি দল ডার্বিশায়ারের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সেখানে দুই বছর খেলবেন লাকমল।
২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়েছেন কোচ মিকি আর্থার। শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে ডার্বিশায়ারের দায়িত্ব নিয়েছেন তিনি। আর সেখানেই যোগ দিচ্ছেন লাকমল।
দুই ম্যাচের টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে শ্রীলঙ্কা দল। সে সিরিজ শেষেই শ্রীলঙ্কা দলের জার্সি তুলে রাখবেন লাকমল।
বিদায়ের বার্তায় লাকমল জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। শ্রীলঙ্কায় নয় বরং ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলবেন ৩৪ বছর বয়সী এ পেসার।
ডার্বিশায়ারের সাথে চুক্তি করে বেশ উচ্ছ্বসিত সুরাঙ্গা লাকমল। তিনি বলেন, ‘অনেকদিনের ইচ্ছা ছিল কাউন্টি খেলবো। অবশেষে সে স্বপ্ন পূরণ হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে আর্থারের সাথে কাটানো সময়গুলো বেশ স্মরণীয় ছিল। আশা করি এবারও দারুণ সময় কাটবে।’
লাকমলকে দলে ভিড়িয়ে ডার্বিশায়ারের কোচ মিকি আর্থারও বেশ খুশি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার অন্যতম সেরা পেসার লাকমল। আগামী দুই মৌসুম আমাদের দলে তাকে পেয়ে আমরা গর্বিত। আশা করি, সে আমাদেরকে দারুণ কিছু সময় উপহার দিবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]