ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড গেল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড গেল বাংলাদেশের মেয়েরা

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বের দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। যদিও করোনা আক্রান্ত হওয়ায় দলের তিন সদস্য নিউজিল্যান্ডের বিমান ধরতে পারেননি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা হয় বাংলাদেশ। এর আগেই জানা যায়, নারীদলের তিন সদস্য করোনা আক্রান্ত। এদের মধ্যে রয়েছেন একজন ক্রিকেটার এবং দুইজন সাপোর্ট স্টাফ।

নারী দলের যেসব সদস্য করোনার আক্রান্ত হয়েছেন তারা আটদিনের আইসোলেশনে থাকবেন। আইসোলেশন শেষ করে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিবেন।

চলতি বছরের ৪ মার্চ থেকে মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ আগেই নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছে বাংলাদেশ নারী দল। নিউজিল্যান্ডে বাংলাদেশকে করতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইন।

বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এছাড়াও নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে আরও দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আরও একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি। এমনটাই জানিয়েছেন, বিসিবি নারী উইংয়ের প্রধান শফিউল ইসলাম চৌধুরি নাদেল।

চলতি বছরের ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা এবং সুরাইয়া আজমীম।

রিজার্ভ
সানজিদা আক্তার মেঘলা, নুজহাত তাসনিয়া

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে করোনার হানা

নারী বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে করোনার হানা

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হলেন নুজহাত তাসনিয়া

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হলেন নুজহাত তাসনিয়া

বিশ্বকাপ নিয়ে দোয়া চেয়েছেন জ্যোতি, আশাবাদী নির্বাচক মঞ্জুরুল

বিশ্বকাপ নিয়ে দোয়া চেয়েছেন জ্যোতি, আশাবাদী নির্বাচক মঞ্জুরুল

জ্যোতির নেতৃত্বে নারী বিশ্বকাপের স্কোয়াড, ফিরলেন জাহানারা

জ্যোতির নেতৃত্বে নারী বিশ্বকাপের স্কোয়াড, ফিরলেন জাহানারা