সালমান বাট-সরফরাজের মধ্যে চলছে ইট-পাটকেল ছোড়াছুড়ি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
সালমান বাট-সরফরাজের মধ্যে চলছে ইট-পাটকেল ছোড়াছুড়ি

নিজেদের মধ্যে দ্বন্দ্ব পাকিস্তানি ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। সুযোগ পেলেই একে অন্যকে খোঁচা মারতে একদমই ভুলেন না তারা। এবারও তার ব্যক্তিক্রম হলো না। সুযোগ পেয়ে সরফরাজ আহমেদকে এক হাত নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। ইটের জবাবে পাটকেল ছুঁড়তে ভুলেননি সরফরাজও।

ঘটনার সূত্রাপাত সালমান বাটের একটি ইউটিউব চ্যানেলে আলোচনার জের ধরে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে ব্যাটে রান নেই সরফরজের। আলোচনায় দলের প্রয়োজনে অবদান রাখতে না পারায় সরফরাজের সমালোচনা করেছেন সালমান। তবে সেটা মোটেও হজম করতে পারেননি সরফরাজ।

ইউটিউব চ্যানেলে সালমান বলেন, ‘ও (সরফরাজ) যা-ই করছে, সেটা ওর জন্য ভালো কিছু হচ্ছে না। বরং উল্টো এখন আরও বেশি সমালোচনা শুনছে। ও কথা বলার চেয়ে সতীর্থদের ওপর চিৎকার চেঁচামেচি করে বেশি। অন্য খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করার বদলে নিজের সিদ্ধান্তটা চাপিয়ে দেয়।’

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘সরফরাজ নিজের জন্য সবকিছু জটিল করে ফেলছে। আগামী দিনে এসব আচরণের পেছনে কোনো ব্যাখ্যাও হয়তো কেউ মেনে নেবে না। আমার মনে হয়, অন্যদের আক্রমণের বদলে ওর নিজের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া উচিত।’

জবাবে সালমান বাটকে উদ্দেশ্য করে টুইটারে একটা পোস্ট করেন সরফরাজ। সেখানে ফিক্সিংয়ের ইস্যু টেনে সালমান বাটকেও পালটা আক্রমণ করেছেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক। টুইটারে সরফরাজ লিখেন, ‘কারও মনোভাব নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে খেলার সময় পাকিস্তানকে বেচে দেওয়া ফিক্সারের সকলের শেষে থাকা উচিত।’

পিএসএলের এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি সরফরাজ। তিন ম্যাচে মোটে ৩৭ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রমিজ রাজাকে হাফিজের তীক্ষ্ণ খোঁচা

রমিজ রাজাকে হাফিজের তীক্ষ্ণ খোঁচা

পিএসএলে বাবর আজমের পারফরম্যান্সে হতাশ করাচির ভক্তরা

পিএসএলে বাবর আজমের পারফরম্যান্সে হতাশ করাচির ভক্তরা

হরভজনের চেয়ে ভালো ব্যাটার ছিলাম : উমর গুল

হরভজনের চেয়ে ভালো ব্যাটার ছিলাম : উমর গুল

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’