নিজেদের চতুর্থ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে পাঞ্জাবের মাঠে এখনো পর্যন্ত কোনো ম্যাচ না হারার সুখস্মৃতি নিয়ে বল হাতে মাঠে নামছে সাকিব আল হাসানের হায়দরাবাদ।
চলতি মৌসুমে এখনো পর্যন্ত কোনও ম্যাচ হারেনি হায়দরাবাদ। জয়ের ধারা বজায় রাখার মিশনে একাদশে একটি পরিবর্তন এনেছে। ডানহাতি পেসার বিলি স্টেনল্যাকের বদলে একাদশে ডাক পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডান।
হায়দরাবাদের দলে চার বিদেশি হলেন- সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, রশিদ খান এবং ক্রিস জর্ডান। অন্যদিকে পাঞ্জাবের একাদশে বিদেশি কোটার চার খেলোয়াড় হলেন- ক্রিস গেইল, মুজিব উর রহমান, অ্যান্ড্রু টাই এবং অ্যারন ফিঞ্চ।
হায়দরাবাদ একাদশ
শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, দীপক হুদা, রশিদ খান, সিদ্ধার্থ কৌল, ভুবনেশ্বর কুমার এবং বিলি স্টেনল্যাক।
পাঞ্জাব একাদশ
লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, মায়াঙ্ক আগারওয়াল, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, করুন নায়ার, বারিন্দার স্রান, মোহিত শর্মা, মুজিব উর রহমান এবং অ্যান্ড্রু টাই।