জাতীয় ক্রিকেট দলে এক সময় প্রধান কোচের দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্স আবারও আসলেন বাংলাদেশে। তবে এবার আর প্রধান কোচের দায়িত্বে নয়, দীর্ঘ ১১ বছর পর সিডন্স ঢাকায় পা রাখবেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে। এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দ্বিতীয় মেয়াদে ব্যাটিং কোচের দায়িত্ব পালনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সিডন্স।
বাংলাদেশের ক্রিকেটে বড় অবদান রয়েছে সাবেক এই প্রধান কোচ জেমি সিডন্সের। তবে সিডন্সের এবারের কাজের ক্ষেত্র জাতীয় দলে কোন সীমাবদ্ধ থাকছে না। প্রয়োজন অনুযায়ী তাকে দেশের ক্রিকেটের যেকোন পর্যায়ে ব্যবহার করবে বোর্ড।
বাংলাদেশের ক্রিকেটে সিডন্সের ভূমিকা প্রসঙ্গে বুধবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে। তবে অ্যাশওয়েল প্রিন্স জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন।
তিনি আরও বলেন, আমাদের এখন দু’জন ব্যাটিং কোচ হলো, বিশেষজ্ঞ ব্যাটিং কোচ। প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।
২০০৭ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত সিডন্স বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তার কোচিংয়ে চার বছরে বড় দলের বিপক্ষে দেশে-বিদেশে বেশ কিছু ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ ক্রিকেটে দল।
সিডন্সের অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টি, ৮৪ ওয়ানডের মধ্যে ৩১টিতে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি ফলম্যাটে জাতীয় দল ৮টি ম্যাচ খেললেও কোন জয় ছিল না।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]