আবারও পুরোনো কনুইয়ের ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাকে পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। কিউইদের হেড কোচ গ্যারি স্টিড জানান, ব্যথা অনুভব না করার কারনেই উইলিয়ামসনকে বিশ্রাম দিয়েছে।
বেশ কিছু দিন ধরেই কনুইয়ের ইনজুরিতে ভুগছেন উইলিয়ামসন। এই সিরিজকে সামনে রেখে তিনি অনুশীলন করতে পারছেন না। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থেকেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। সিরিজের আগে তার সুস্থ হবার সম্ভাবনা নেই।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে টেস্টে নেতৃত্ব দিবেন টম লাথাম। কেন উইলিয়ামসনের পাশাপাশি অভিজ্ঞ রস টেইলরকে ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বড় ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন টেইলর।
উইলিয়ামসন দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন এমনটাই প্রত্যাশা স্টিডের। তিনি বলেন, ‘আমি আশা করি, আমরা তাকে পাবো কিন্তু আমি এটাও বলতে চাই যে, এখনও কোন নিশ্চয়তা নেই। এটা তার প্রস্তুতির উপর নির্ভর করছে। হয়তো-বা লম্বা কোন নেট সেশন করবে না। তার কনুইয়ের ইনজুরির উপর সবকিছু নির্ভর করছে।’
স্টিড আরও জানান, উইলিয়ামসনের কনুইয়ে ব্যথা নেই। তারপরও তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না নিউজিল্যান্ড।
স্টেড বলেন, ‘তার কোন ব্যথা নেই। এর আগে বেশ কয়েকবার চোট থেকে সেরে উঠার পর আমরা তাকে তাড়াতাড়ি খেলিয়েছি। তাই এবার পরিকল্পনা মতো কাজ করতে হবে।’
ক্রাইস্টচার্চে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৫ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]