ইনজুরির রহস্য উদঘাটনের সাথে জানলেন এখন তিনি পুরো সুস্থ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
ইনজুরির রহস্য উদঘাটনের সাথে জানলেন এখন তিনি পুরো সুস্থ

দীর্ঘ এক বছর ধরে ক্রিকেট থেকে দূরে আছেন বাংলাদেশের সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদ। ঠিক কিসের ইনজুরিতে পড়েছিলেন হাসান। সে বিষয়ে দীর্ঘ এক বছরেও সে বিষয়ে কোনো কিছু যায়নি। শেষ পর্যন্ত তাকে পাঠানো হয়েছে লন্ডনে। সেখানেই জানা গেল তার ইনজুরির মূল সমস্যা। হাসান জানিয়েছেন, এখন সুস্থ আছেন তিনি।

২০২১ সালে নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন হাসান মাহমুদ। সাথে সাথেই তাকে দেশে ফেরত পাঠানো হয়। তবে দেশে এসে কনজারভেটিভ ট্রিটমেন্ট, স্ক্যান এবং ইনজেকশন দিয়ে চলছিল চিকিৎসা। কিন্তু সেখানে কোনো সমস্যায় ধরা পড়ছিল না।

অদৃশ্য সে ইনজুরি কাটিয়ে উঠতে তাকে দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন চড়াই-উৎরাই পার করে শেষ পর্যন্ত ইংল্যান্ডে পাঠানো হয়েছে তাকে। সেখানেই তার ইনজুরি সম্পর্কে জানা গেছে।

সেখানে জানা গিয়েছে, স্পাইনাল কর্ডে চিড় ধরা পড়েছে। স্পাইনাল কর্ড সমস্যার কারণেই কোমরের নিচে ব্যথা অনুভব করছিলেন তিনি। এ কারণেই বোলিং করতে পারছিলেন না হাসান মাহমুদ।

চলতি বছরের ২৫ জানুয়ারি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীসহ লন্ডনে যান হাসান মাহমুদ। সেখানে স্পাইনাল কর্ডের এমআরআই করানো হয়। এমআরআই রিপোর্টেই স্পাইনাল কর্ডের চিড় ধরা পড়ে।

লন্ডনে চিকিৎসক শুনিয়েছেন আশার বাণী। জানিয়েছেন, চিড় আস্তে আস্তে জোড়া লাগছে। এ কারণেই এখন হাসান মাহমুদের মাঠে ফিরতে কোনো বাধা নেই।

এ বিষয়ে গণমাধ্যমকে হাসান মাহমুদ বলেন, ‘রিপোর্ট ভালো এসেছে। সমস্যা নেই, সব স্বাভাবিক। ডাক্তার বোলিং করতে বলেছেন। দেশে ফিরে পুরোদমে কাজ শুরু করবো ইনশাআল্লাহ, দোয়া করবেন।’

ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে খেলতে পারছেন না হাসান মাহমুদ। তবে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরতে মুখিয়ে আছেন এ ডানহাতি পেসার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় পাঁচ বাংলাদেশি

আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় পাঁচ বাংলাদেশি

আফগানিস্তান সিরিজের ভেন্যু ঢাকা-চট্টগ্রাম

আফগানিস্তান সিরিজের ভেন্যু ঢাকা-চট্টগ্রাম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে চান না তামিম : নাজমুল হাসান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে চান না তামিম : নাজমুল হাসান

বাংলাদেশে তরুণদের সাথে কাজ করতে মুখিয়ে জেমি সিডন্স

বাংলাদেশে তরুণদের সাথে কাজ করতে মুখিয়ে জেমি সিডন্স