ভারতীয় ক্রিকেট দলের কোন ফরম্যাটের অধিনায়ক নন বিরাট কোহলি। সেচ্ছায় টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয় বোর্ড। সর্বশেষ টেস্টের অধিনায়কত্ব থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি। তবে অধিনায়ক না থাকলেও নিজেকে এখনও দলের নেতাই ভাবেন তিনি। কোহলির মতে, নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হয় না, ব্যাটার হিসেবেও দলের নেতা হওয়া যায়।
ফায়ারসাইড চ্যাট অনুষ্ঠানে সম্প্রতি এক আলাপচারিতায় বিরাট কোহলি এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সব কিছুর একটা মেয়াদ এবং সময় থাকে। সেই ব্যাপারে অবগত থাকতে হবে। এটা খুব ভালো করে বুঝে নিতে হবে যে, আমি কী অর্জন করতে চাইছি। সেই টার্গেট পূরণ করতে পেরেছি কি-না। একজন ব্যাটার হিসাবে আমি দলে আরও বেশি কিছু দিতে পারি। সেটা নিয়ে গর্ব করা যায়। নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হয় না।’
মহেন্দ্র সিং ধোনির কাছ থেকেই প্রথমে টেস্ট ও পরে ওয়ানডের অধিনায়কত্ব পান কোহলি। ধোনির সর্ম্পকে বলতে গিয়ে কোহলি বলেন, ‘যখন ধোনি সাধারণ ক্রিকেটার হিসেবে দলে ছিল, তখন এমন নয় যে সে নেতা ছিল না। তার কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তে আমরা বিভিন্ন পরামর্শ নিয়েছিলাম। কিন্তু প্রতিদিন নিজেদের উন্নতি করা, ক্রমাগত উৎকর্ষের দিকে এগিয়ে যাওয়া, এটা স্বল্প মেয়াদে হয় না।’
সদ্যই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। সিরিজ হারে সমালোচনার মুখে টিম ইন্ডিয়া। তবে ভারত দ্রুত ঘুড়ে দাঁড়াবে বলে মনে করেন কোহলি। যদিও এখনও সাদা বলের ফরম্যাটে কোহলির উত্তরসূরি ঘোষণা করেনি বিসিসিআই।
কোহলি বলেন, ‘এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেতৃত্বের অংশ, এটি করার জন্য সঠিক সময় বোঝা দরকার। এটি বোঝার জন্য, পরিবেশের একটি ভিন্ন দিক নির্দেশের প্রয়োজন হতে পারে। একই সংস্কৃতি, তবে মানুষকে ভিন্নভাবে উৎসাহিত করার জন্য ভিন্ন ধারণার প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘একজনকে সবধরনের ভূমিকা এবং দায়িত্ব গ্রহণ করতে হবে। আমি একজন খেলোয়াড় হিসেবে ধোনির অধীনে খেলেছি এবং আমি দীর্ঘদিন ধরে দলের অধিনায়ক ছিলাম, আমার মানসিকতা একই ছিল।’
শুধু একজন ক্রিকেটার হিসেবে খেলার সময়ও নিজেকে অধিনায়ক মনে করতেন কোহলি। তিনি বলেন, ‘আমি যখন শুধুমাত্র খেলোয়াড় ছিলাম তখনও নিজেকে একজন অধিনায়কের মতো ভাবতাম। আমি দলকে জিতাতে চাই। আমাকে নিজের নেতা হতে হবে।’
কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্ট খেলেছে, যার মধ্যে ৪০টি ম্যাচে জয় পেয়েছে। এছাড়া ৯৫ ওয়ানডেতে ৬৫টি ও ৫০টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৩০টিতে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]