দেশের ক্রিকেটে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ততা। এর মধ্যেই বিপিএলের পরপরই অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, আফগানিস্তান সিরিজের ভেন্যু হবে ঢাকা এবং চট্টগ্রাম।
বেশ অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, আফগানিস্তান সিরিজের কোনো ম্যাচই ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে না। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।
কিন্তু সে সিদ্ধান্তে আংশিক পরিবর্তন এনেছে বিসিবি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামে আয়োজন করা হবে। তবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ সিলেট নয় ঢাকায় আয়োজন করার হবে।
এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘এ সিরিজের তিন ওয়ানডে চট্টগ্রামে। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছি না। এটা আমরা দুই-একদিনের মধ্যে চূড়ান্ত করবো। ঢাকার উইকেট দেখা হচ্ছে। সিরিজটি সম্ভবত ঢাকাতেই হচ্ছে।’
প্রথমে জানা গিয়েছিল বাংলাদেশে এসে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করবে আফগানিস্তান ক্রিকেট দল। এই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে বিসিবি। আফগানিস্তান দল বাংলাদেশে আসার পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই মাঠে অনুশীলন শুরু করতে পারবেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের সিরিজ খেলতে ঢাকায় আসছে আফগানিস্তান দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের ২৩,২৫ এবং ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের তিন ওয়ানডে। আর টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ এবং ৪ মার্চ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]