ভারত-পাকিস্তান মানেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। হোক সেটা রাজনীতির মঞ্চ কিংবা খেলার মাঠ। দুই দেশের এই উত্তাপ নতুন কিছু নয়। ক্রিকেটে উত্তাপের পরিমাণটা খানিক বেশিই। সুযোগ পেলেই দুই দেশের সাবেক তারকারা একে অপরকে খোঁচা মারতে ভুলেন না।
এবার সেই কাজটা করলেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার উমর গুল। সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিংয়ের চেয়ে নিজেকেই ভালো ব্যাটার করেছেন তিনি।
আরব আমিরাতে অনুষ্ঠিত হয়ে গেল লেজেন্ড ক্রিকেট লিগ। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই আসরে খেলেছিলেন উমর গুলও। সেখানেই এক সাক্ষাৎকারে তাকে তার এবং হরভজনের মধ্যে ভালো ব্যাটার বেছে নিতে বলা হয়েছিল। সাবেক ভারতীয় অফস্পিনারের চেয়ে নিজেকেই এগিয়ে রাখলেন গুল।
নিজেকে এগিয়ে রাখার কারণ হিসাবে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি টেনে আনেন সাবেক পাকিস্তানি পেসার। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ম্যান অফ দ্য ম্যাচ পারফরম্যান্সের কথা উল্লেখ করেন ৩৭ বছর বয়সী এই পেসার।
গুল বলেন, ‘ক্যারিয়ারে হরভজন সিংও ভাল ব্যাটিং করেছে। তবে আমি যেহেতু বিশ্বকাপ খেলায় প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতেছি। সুতরাং, এর মানে হলো ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি হরভজন সিংয়ের চেয়ে ভালো।’ বিশ্বকাপে সেই ম্যাচে ১৭ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন গুল।
মূলত অফস্পিনার হলেও ব্যাট হাতেও দারুণ কিছু ইনিংস আছে হরভজন সিংয়ের। টেস্টে দুটি সেঞ্চুরি এবং নয়টি হাফ সেঞ্চুরি সহ আরও ভালো কিছু ইনিংস রয়েছে তার। কিছুদিন হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ‘ভাজ্জি’ খ্যাত এই ক্রিকেটার।
উমর গুল লেজেন্ড ক্রিকেট লিগে খেলেছিলেন এশিয়া লায়ন্সের হয়ে। টুর্নামেন্টের দুটি ম্যাচ খেলে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন তিনি। এবারের আসরে ২৫ রানে এশিয়া লায়ন্সকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ওয়ার্ল্ড জায়ান্ট।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]