ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলামের তালিকায় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেক স্টার্কের নাম না দেখে অনেকেই চমকে উঠেছিলেন। স্টার্ক খেলতে চান বলেও জানিয়েছিলেন। কিন্তু এরপরও তার নাম না থাকাটা অবাক করেছিল সবাইকে। এবার জানা গেল নাম না থাকার রহস্য।
আইপিএল শুরুর আগে অবশ্য খেলতে চেয়েছিলেন এই ফাস্ট বোলার। পরে যখন জানলেন এজন্য দীর্ঘ সময় বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। তখন নিজ থেকেই নাম সরিয়ে নেন অজি তারকা।
স্টার্ক জানালেন, সদ্যই অ্যাশেজ খেলে এসে তাঁর একটা বিশ্রাম দরকার ছিল। এমতাবস্থায় আবার বায়ো-বাবলে প্রবেশ করার ইচ্ছা ছিল না বলেই এবারের টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
খেলাধুলা বিষয়ক ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে স্টার্ক বলেন, ‘নিলামে নাম দেয়ার সুযোগটা আমার হাতেই ছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাইনি। কারণ ২২ সপ্তাহের বায়ো-বাবলে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। আমার শরীরের জন্য সতেজতা দরকার ছিল। সামনে জাতীয় দলের হয়ে খেলা আছে।’
সর্বশেষ ২০১৫ সালে আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল অজি গতি তারকাকে। এখন না থাকলেও সামনে আবার এই টুর্নামেন্টে ফিরতে চান স্টার্ক। আপাতত নিজের পরিবারকে সময় দেয়াতেই মনোযোগী তিনি।
৩২ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি আবারও আইপিএলে ফিরবো। তবে কিছু নিয়মের কারণে এখন অস্ট্রেলিয়ার হয়েই খেলাকে ভালো মনে করছি। আপাতত, এই আট সপ্তাহ অ্যালিসা এবং পরিবারকে সময় দিতে চাই।’
অ্যাশেজ শেষে বর্তমানে ছুটিতে আছেন স্টার্ক। এরপরই আবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে হবে তাকে। সামনেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং এক ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এরপর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার সাথে রয়েছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]