‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিশ্ব ক্রিকেট শাসন করেছেন ভারতের শচীন টেন্ডুলকার। প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম করতেন তিনি। ২৪ বছরের ক্যারিয়ারে ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১শটি সেঞ্চুরি ও ১৬৪টি হাফ-সেঞ্চুরিতে ৪৮ দশমিক ৫২ গড়ে মোচ ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন এ লিটল মাস্টার।

টেন্ডুলকার যখন খেলেছেন, তখন ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছিল না। কিন্তু টেন্ডুলকারের খেলার সময় যদি এখনকার মতো তিনটি রিভিউ থাকতো তাহলে ব্যাট হাতে আরও বেশি রান করতে পারতেন বলে মনে করেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এ তারকা ক্রিকেটারের মতে, টেন্ডুলকারের নামের পাশে ১ লাখ রান জ্বলজ্বল করতো।

ইউটিউবে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সাথে আলাপকালে শোয়েব আখতার এমন মন্তব্য করেন। তিনি জানান, বর্তমানের নিয়মে ব্যাটারদের সুবিধা অনেক। এ নিয়ম পেলে ১ লাখ রান করতেন টেন্ডুলকার।

শোয়েব আখতার বলেন, ‘এখন দুই প্রান্তে দু’টি নতুন বলে খেলা হয়। বোলারদের জন্য নিয়ম আরও কঠিন বানিয়ে ফেলা হয়েছে। এখন ব্যাটসম্যানদের প্রতি অনেক বেশি সুবিধা দেওয়া হচ্ছে। তিনবার রিভিউ নেওয়ার সুযোগ দেওয়া হয়। আমাদের সময় তিন রিভিউয়ের নিয়ম থাকলে টেন্ডুলকার এক লাখ রান করতেন।’

টেন্ডুলকার তার যুগে বর্তমান সুবিধা না পাওয়ায় আফসোস হচ্ছে আখতারের। সেটি অকপটে স্বীকার করে শোয়েব আখতার বলেন, ‘টেন্ডুলকারের জন্য সত্যিই আমার মায়া হয়। কারণ তিনি ক্যারিয়ারের শুরুতে খেলেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শেন ওয়ার্নদের বিপক্ষে। এরপর শোয়েব আখতার, ব্রেট লিদের পেয়েছেন। পরবর্তী প্রজন্মের পেসারদেরও খেলেছেন তিনি। এ জন্যই আমি টেন্ডুলকারকে খুব কঠিন ব্যাটসম্যান বলি।’

আখতারের কথা শুনে মুখ খুলেন শাস্ত্রীও। ভারসাম্যের জন্য বর্তমানের নিয়মে পরিবর্তন চান তিনি। শাস্ত্রী বলেন, ‘যদি কেউ ভারসাম্য করতে চায় তাহলে ওভার প্রতি দু’টি বাউন্সারে সীমাবদ্ধ রাখলে হবে না, বাউন্সার বাড়াতে হবে। তবেই রোমাঞ্চ বাড়বে।’

শাস্ত্রী আরও বলেন, ‘আমাদের সময় টি-টোয়েন্টি ক্রিকেট ছিল না। বছরে ১২-১৩-১৪টি টেস্ট ম্যাচ হতো। বোলাররা ফিটার হতেন। একই বোলার যদি এভাবে তিনটি ফরম্যাটেই খেলতে থাকেন, তাহলে আপনি তার কাছ থেকে রেড-বল ফরম্যাটে আসল পারফরমেন্স আশা করতে পারবেন না। এক বা দুই বা তিন বছর পারফর্ম করবেন, এরপর হারিয়ে যাবেন।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৩২ ইনিংস কম খেলে শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

৩২ ইনিংস কম খেলে শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

শচীনের উজ্জ্বল ক্যারিয়ারের পেছনে ছিল শাস্ত্রীর অবদান

শচীনের উজ্জ্বল ক্যারিয়ারের পেছনে ছিল শাস্ত্রীর অবদান

গাভাস্কার এখনো টেন্ডুলকারের নায়ক

গাভাস্কার এখনো টেন্ডুলকারের নায়ক

অভিষেকেই জীবনের শেষ টেস্ট ভেবেছিলেন শচীন

অভিষেকেই জীবনের শেষ টেস্ট ভেবেছিলেন শচীন