অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলার জন্য নিজের ইচ্ছার কথা জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার ইমরান তাহির। এখনও তিনি যথেষ্ট ফিট এবং দক্ষিণ আফ্রিকার হয়ে আবারও খেলতে পারবেন বলে জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।
পাকিস্তানে এখন চলছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। এই আসরকে ঘিরেই পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন ৪২ বছর বয়সী এই লেগি। সেখানেই নানা কথার পাশাপাশি উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার হয়ে আবার খেলার কথাও।
তাহির বলেন, ‘এটি একটি অদ্ভুত অনুভূতি যে আমি পাকিস্তানের একজন বিদেশী খেলোয়াড়। অথচ এখানে আমি জন্মগ্রহণ করেছি। এমনকি আমার প্রাথমিক ক্রিকেটও খেলেছি। তবে আমি দক্ষিণ আফ্রিকার কাছেও কৃতজ্ঞ। তারা আমাকে আমার স্বপ্নে পৌঁছানোর এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রমাণ করার সুযোগ দিয়েছে।’
সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কোনো চিন্তা ভাবনা নেই তাঁর। দক্ষিণ আফ্রিকার হয়ে যদি সুযোগ পান তবে আবারও খেলতে চান, সেটাই জানিয়ে রেখেছেন তিনি।
তাহির বলেন, ‘আমি এখনও টি-টোয়েন্টির জন্য ঠিক আছি। আমি বিশ্বাস করি আমি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ (অস্ট্রেলিয়া) খেলার জন্য আমি যথেষ্ট ফিট। আশা করি নির্বাচকরা বিশ্বজুড়ে খেলা লিগগুলোতে আমার পারফরম্যান্স বিবেচনা করবেন। যদি তারা তা করে, আমি নিশ্চিত তারা আমাকে সুযোগ দিবে।’
একই সাথে নিজের ভবিষ্যৎ ভাবনার কথাও জানিয়ে রাখলেন তাহির। ক্রিকেট ছেড়ে দেয়ার পর তরুণদের নিয়ে কাজ করতে চান, কিছু শেখাতে চান। তিনি বলেন, ‘আমি তরুণ ক্রিকেটারদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে ভালোবাসি। ভবিষ্যতে আমি সম্ভবত একজন লেগস্পিন কোচ হবো।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]