বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা ঢাকার প্রথম পর্ব শেষে চলছে বন্দর নগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুইদিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর আজ (রোববার) এক দিনের বিরতি। সোমবার থেকে আবারও চলছে বিপিএলের খেলা।
বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরে এখন পর্যন্ত ১২টি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকার প্রথম পর্বে ৮টি এবং চট্টগ্রামের এখন পর্যন্ত চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মোট ১২ ম্যাচে নিজেদের পাঁচ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ জানুয়ারি শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ঢাকার প্রথম পর্বে মাঝে একদিন বিরতি দিয়ে চারদিনে মোট ৮টি ম্যাট অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে ২৮ জানুয়ারি (শুক্রবার)। সেখানে দুইদিনে চারটি ম্যাচ মাঠে গড়ানোর পর একদিনের বিরতিতে বিপিএল।
চট্টগ্রাম পর্বের খেলা শেষ হবে ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। মিরপুর শেল-ই-বাংলায় দ্বিতীয় পর্বের খেলা চলবে মাত্র দুইদিন। ৩ ও ৪ ফেব্রুয়ারির পর বিপিএল যাবে সিলেটে। সেখানে টানা তিনদিন খেলা চলার পর আবারও ঢাকা ফিরবে বিপিএল এবং ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
বিপিএলের ১২ ম্যাচ শেষে পয়েন্ট টেবিল
ক্রমিক নং | ফ্র্যাঞ্চাইজি | ম্যাচ | জয় | হার | ড্র | পয়েন্ট | রান রেট |
১ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ৫ | ৩ | ২ | ০ | ৬ | ১.৮২০ |
২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ২ | ২ | ০ | ০ | ৪ | ০.৪৯৭ |
৩ | মিনিস্টার ঢাকা | ৫ | ২ | ৩ | ০ | ৪ | -০.২০৪ |
৪ | খুলনা টাইগার্স | ৪ | ২ | ২ | ০ | ৪ | -০.২৬০ |
৫ | ফরচুন বরিশাল | ৪ | ২ | ২ | ০ | ৪ | -০.৬৮৮ |
৬ | সিলেট সানরাইজার্স | ৪ | ১ | ৩ | ০ | ২ | -০.৩৬৬ |
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]