আবারও পিছিয়ে গেল আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ। ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজটি। পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে সফরসূচি পিছিয়ে দেয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে হারারেতে সিরিজটি খেলার কথা ছিল দুই দলের। কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না। প্রচারস্বত্ব ঝামেলার কারণে আবারও পিছিয়ে গেছে সিরিজ।
সফরে তিনটি ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো দুই দলের। এর মধ্যে ওয়ানডে তিনটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের অন্তর্ভুক্ত ছিল। সিরিজটি পিছিয়ে দেয়া প্রসঙ্গে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, ‘দুর্ভাগ্যবশত, বিশ্বজুড়ে অন্য সব জায়গায় ঘটতে থাকা অনেক ক্রিকেট ইভেন্টের কারণে জিম্বাবুয়ে ক্রিকেট ডিসিশন রিভিউ সিস্টেম সহ প্রয়োজনীয় সমস্ত সম্প্রচার পরিসেবাগুলো সুরক্ষিত করতে পারেনি। তাই পিছিয়ে দেয়া হয়েছে সিরিজ।
’
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, ‘আমরা আফগানিস্তানকে আতিথ্য দেয়ার ব্যাপারে খুব আগ্রহী ছিলাম। কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সফর পিছিয়ে দেওয়াই একমাত্র বিকল্প ছিল। তবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সিরিজের তারিখ পুনঃনির্ধারণের অপেক্ষায় আছি।’
অন্যদিকে, ফেব্রুয়ারিতে সিরিজ খেলতে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের। সিরিজে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]