ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা পদক ‘অ্যালান বর্ডার’ পদক জিতেহেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। নারীদের ‘বেলিন্ডা ক্লার্ক’ পদক জিতেছেন অ্যাশলে গার্ডনার। স্টার্কের আগে মাত্র পাঁচজন ফাস্ট বোলারই জিততে পেরেছিলেন এই পদক। তারা হলেন - গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল জনসন এবং প্যাট কামিন্স। এছাড়াও ভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার জিতেছেন মিচেল মার্শ, ট্রাভিস হেড এবং টিম ওয়ার্ড।
শনিবার (২৯ জানুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রিকেটারদের সম্মাননা প্রদান করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সর্বোচ্চ সম্মাননা জেতার ক্ষেত্রে স্টার্কের প্রতিদ্বন্দী ছিলেন মিচেল মার্শ। এক পয়েন্টের ব্যবধানে হেরে গেলেও বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন মিচেল মার্শ।
অ্যালান বর্ডার পদক জেতার পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন স্টার্ক। সাদা পোশাকে দারুণ পারফর্ম্যান্স করে বছরের সেরা টেস্ট খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন ট্রাভিস হেড। বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা ঘরোয়া খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে। বছরের সেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার গেছে টিম ওয়ার্ডের হাতে।
নারী বিভাগে গার্ডনার ছাড়াও টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা ওয়ানডে নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালিসা হিলি। বর্ষসেরা মহিলা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মুনি।। নারীদের ঘরোয়া ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন এলিস ভিলানি। ডার্সি ব্রাউন জিতেছেন বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কার।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ জয়ে মূল কারিগর হিসাবে দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও সম্মানিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাকে অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমের অন্তর্ভুক্ত করেছে তারা। পাশাপাশি মহিলাদের খেলার অন্যতম পথপ্রদর্শক রাইলি থম্পসনেরও জায়গা হয়েছে হল অব ফেমে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]