ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুই টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না ইংলিশ অধিনায়ক ইয়ান মরগ্যান। সিরিজের তৃতীয় ম্যাচের আগে ওয়ার্ম আপ করার সময় ইনজুরিতে পড়েন তিনি। এরপরে তৃতীয় টি-টোয়েন্টিতেও খেলেননি তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে চোটে পড়েন ইয়ান মরগ্যান। তখনই তৃতীয় ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক।
শুরুর দিকে ইনজুরিকে গুরুতর মনে না হলেও এ চোটের কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাকি দুই ম্যাচেও নামতে পারবেন না তিনি। মরগ্যানের অনুপস্থিতি ইংল্যান্ড দলকে কোনোভাবেই ভোগাবে না।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর থেকেই ফর্মহীনতায় ভুগছেন মরগ্যান। বিশ্বকাপেও ছিল তার ফর্মহীনতা। আইপিএল-বিশ্বকাপের সেই ধারাবাহিকতা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও নিয়ে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে সফরের দুই ম্যাচে করেছেন যথাক্রমে ১৭ এবং ১৩ রান।
সিরিজের তৃতীয় ম্যাচে মরগ্যানের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন মঈন আলি। সিরিজের বাকি দুই ম্যাচেও ইংল্যান্ডের অধিনায়কের গুরু দায়িত্ব পালন করবেন মঈন আলি।
উইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ এবং ৩০ জানুয়ারি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]