বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পরপরই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বিপিএলে ভালো করে আত্মবিশ্বাস যোগালে আফগানিস্তান সিরিজে তা কাজে লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
বিপিএলের দ্বিতীয় পর্ব খেলতে সব দলের অবস্থান এখন চট্টগ্রাম। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ফরচুন বরিশালের হয়ে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নুরুল হাসান সোহান।
সোহান জানান, বিপিএলে অন্য দেশের ক্রিকেটারদের সাথে খেলতে পারায় আন্তর্জাতিক আবহ তৈরি হয়েছে। এটা আফগানিস্তান এবং অন্যান্য সিরিজে কাজে লাগবে।
নুরুল হাসান বলেন, ‘অবশ্যই বিপিএল হলে দেখেন প্রতিবছর বাইরের অনেক প্লেয়ার এসে খেলতেছে। তাদের সাথে খেলতেছি। আন্তর্জাতিক পর্যায়ের ভাইভটা পাওয়া যায়। এটা আমাদের জন্য ভালো হয়।’
চলতি ২০২২ সালে পুরোটা সময় আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। তাই তো বিপিএল থেকে আত্মবিশ্বাস তৈরি করতে হবে বলে জানান তিনি।
সোহান বলেন, ‘এই বছরটা জাতীয় দলের অনেক খেলা আছে, সাদা বল বা লাল বল বলেন, এটা পরেই যেহেতু ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ, যতটুকু পারা যায় আত্মবিশ্বাস তৈরি করে যেতে হবে। তাহলে আমার কাছে মনে হয় আফগানিস্তান সিরিজ অনেক ভালো হবে।’
এছাড়াও বিপিএলের শুরুতেই কোভিড আক্রান্ত হয়েছিলেন নুরুল হাসান সোহান। কোভিড থেকে সুস্থ হয়ে এখন রিদমে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। পাশাপাশি বিপিএলে নিজের দল বরিশালও ভালো করে ঘুরে দাঁড়াবে বলেও আত্মবিশ্বাসি তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]