ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় স্কোয়াডে চমক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ এএম, ২৭ জানুয়ারি ২০২২
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় স্কোয়াডে চমক

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এ দুই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রবি বিষ্ণুই। তারুণ্য নির্ভর একটি দলে সাজিয়েছে ভারতীয় নির্বাচকরা।

২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ বোলিং করে সবার নজর কাড়েন রবি বিষ্ণুই। যুব দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফর্ম করেছেন তিনি। এর ফল স্বরুপ জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলে ফিরেছেন স্পিনার কুলদ্বীপ যাদব। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ফিরলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার পর ওয়ানডে সিরিজের দলে থাকা দুই স্পিনার জয়ন্ত যাদব এবং রবিচন্দন অশ্বিন দলে জায়গা ধরে রাখতে পারেননি। তাদের বদলি হিসেবেই ডাক পেয়েছেন কুলদ্বীপ এবং বিষ্ণুই।

অধিনায়কত্ব পাওয়ার সিরিজেই ইনজুরিতে পড়েছিলেন রোহিত শর্মা। এবার ঘরের মাঠেই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। সিরিজে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল।

ভারতের ওয়ানডে স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ঋতুরাজ গাইকোয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, ঋষভ পান্থ, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণ, আবেশ খান।

ভারতের টি-২০ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্থ, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেল।



শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজের সূচি পরিবর্তনে বিসিসিআইকে শ্রীলঙ্কার অনুরোধ

সিরিজের সূচি পরিবর্তনে বিসিসিআইকে শ্রীলঙ্কার অনুরোধ

টেইলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গম্ভীর

টেইলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গম্ভীর

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় লেজেগোবরে ভারত, চলছে ময়নাতদন্ত

দক্ষিণ আফ্রিকায় লেজেগোবরে ভারত, চলছে ময়নাতদন্ত