চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই ম্যাচ টেস্ট এবং তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাবে শ্রীলঙ্কা দল। সফর শুরুর হওয়ার কথা ছিল টেস্ট ম্যাচ দিয়ে। তবে এবার টেস্টের বদলে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
শ্রীলঙ্কা বোর্ডের অনুরোধের বিষয়টা ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির ক্রিকেট বোর্ডের শীর্ষ এক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছে। তারা ভারত আসার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলে আসবে। এতে দল জৈব সুরক্ষা বলয়ে থেকে সরাসরি মাঠে নামতে পারবে।’
যদি ভারত শ্রীলঙ্কার এই অনুরোধ গ্রহণ করে তবে পাল্টে যাবে সিরিজের সূচি ও ভেন্যু। বর্তমান সূচি অনুযায়ী তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিলো মোহালি, ধর্মশালা এবং লক্ষ্মৌতে। সাদা পোশাকের ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বেঙ্গালুরু এবং মোহালিতে।
করোনা ভাইরাসের কারণে ভারতে বর্তমানে খুব সাবধানতার সাথে খেলাধুলা হচ্ছে। করোনার প্রকোপ থেকে বাঁচতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি মাত্র দুটি শহরে খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার দেখা যাক শ্রীলঙ্কার অনুরোধে কি পদক্ষেপ নেয় বিসিসিআই।
করোনার মাঝে সিরিজ আয়োজন নিয়ে বোর্ডের ওই কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই আন্তর্জাতিক খেলাগুলো ভারতের বিভিন্ন রাজ্যে আয়োজন করতে চায়। কিন্তু করোনা এটাকে খুবই কঠিন করে দিয়েছে। যার জন্য এখন একটি নির্দিষ্ট রাজ্যে সিরিজ আয়োজন করায় সুবিধার হচ্ছে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস